গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী জোনের ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেনের সম্পদ অনুসন্ধানের জন্য গাজীপুর সিটিকরপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুরের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত চিঠিগুলো পাঠানো হয়েছে।
চিঠিগুলোর প্রাপ্ত কপি থেকে জানা যায়, প্রধান নির্বাহী কর্মকর্তা গাজীপুর সিটি করপোরেশন, সভাপতি সাদেক ও বাসেদ টাওয়ার মধুমিতা- শেরে বাংলা রোড টঙ্গী গাজীপুর, সভাপতি অগ্রণী টাওয়ার মধুমিতা রোড টঙ্গী গাজীপুর বরাবর আলাদা আলাদা চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, আবুল হোসেন, পিতা মো. নূর হোসেন, সাং আরিচপুর উত্তর, গাজীবাড়ি, টঙ্গী গাজীপুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র ও তথ্যাদি চাওয়া হয়।
গাজীপুর সিটি করপোরেশনকে দেওয়া চিঠিতে আবুল হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর মধ্যে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নামে টঙ্গীতে মধুমিতা মেঘাসিটি, অগ্রণী টাওয়ার, মিতালী হাউজিং গাজীবাড়ি টঙ্গী, বিসমিল্লাহ টাওয়ার এক ও দুই গাজীবাড়ি টঙ্গী, স্বপ্লীল হাউজিং গাজীবাড়ি টঙ্গী, সততা টাওয়ার টঙ্গী, সাদেক ও বাসেদ টাওয়ার টঙ্গী, মজিদ টাওয়ার টঙ্গী ও টঙ্গীর তিতাস টাওয়ারসহ বিভিন্ন সম্পদ তার নামে রয়েছে। একইসঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন কোনো প্লট-ফ্ল্যাট ও দোকান বরাদ্দ আছে কি না তা জানতে চাওয়া হয়। অভিযুক্ত ব্যাক্তির সম্পদ অনুসন্ধানের জন্য যাবতীয় তথ্য প্রেরণের জন্য চিঠিতে বলা হয়। আবুল হোসেন গাজীপুর সিটি করপোরেশনে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর।
এই বিষয়ে কাউন্সিলর আবুল হোসেন কালবেলাকে বলেন, আমি একাধারে চারবার কাউন্সিলর হয়েছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দুজন শয়তান লোক এই ধরনের মিথ্যা অভিযোগ দিয়েছে। আমার যে সম্পদ আছে তার সবটুকুরই ইনকাম ট্যাক্স দেওয়া আছে। আমি চারবারের কাউন্সিলর হিসেবে আমার যে সম্পদ থাকার কথা, তার কিছুই নেই।
দুদক ডেকেছিল বলে স্বীকার করে তিনি বলেন, আমি দুদককে বলেছি, আপনারা তদন্ত করেন। আমার অবৈধ সম্পদ থাকলে ব্যবস্থা নিবেন।
টঙ্গী থানা যুবলীগের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও এখন আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর আবুল হোসেন দাবি, তিনি নির্দোষ। তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। দুদকের তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আশাবাদী তিনি।
মন্তব্য করুন