টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

টঙ্গীর কাউন্সিলর আবুল হোসেনের সম্পদ অনুসন্ধানে দুদকের চিঠি

টঙ্গী জোনের ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন। ছবি : সংগৃহীত
টঙ্গী জোনের ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন। ছবি : সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী জোনের ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেনের সম্পদ অনুসন্ধানের জন্য গাজীপুর সিটিকরপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুরের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত চিঠিগুলো পাঠানো হয়েছে।

চিঠিগুলোর প্রাপ্ত কপি থেকে জানা যায়, প্রধান নির্বাহী কর্মকর্তা গাজীপুর সিটি করপোরেশন, সভাপতি সাদেক ও বাসেদ টাওয়ার মধুমিতা- শেরে বাংলা রোড টঙ্গী গাজীপুর, সভাপতি অগ্রণী টাওয়ার মধুমিতা রোড টঙ্গী গাজীপুর বরাবর আলাদা আলাদা চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, আবুল হোসেন, পিতা মো. নূর হোসেন, সাং আরিচপুর উত্তর, গাজীবাড়ি, টঙ্গী গাজীপুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র ও তথ্যাদি চাওয়া হয়।

গাজীপুর সিটি করপোরেশনকে দেওয়া চিঠিতে আবুল হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর মধ্যে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নামে টঙ্গীতে মধুমিতা মেঘাসিটি, অগ্রণী টাওয়ার, মিতালী হাউজিং গাজীবাড়ি টঙ্গী, বিসমিল্লাহ টাওয়ার এক ও দুই গাজীবাড়ি টঙ্গী, স্বপ্লীল হাউজিং গাজীবাড়ি টঙ্গী, সততা টাওয়ার টঙ্গী, সাদেক ও বাসেদ টাওয়ার টঙ্গী, মজিদ টাওয়ার টঙ্গী ও টঙ্গীর তিতাস টাওয়ারসহ বিভিন্ন সম্পদ তার নামে রয়েছে। একইসঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন কোনো প্লট-ফ্ল্যাট ও দোকান বরাদ্দ আছে কি না তা জানতে চাওয়া হয়। অভিযুক্ত ব্যাক্তির সম্পদ অনুসন্ধানের জন্য যাবতীয় তথ্য প্রেরণের জন্য চিঠিতে বলা হয়। আবুল হোসেন গাজীপুর সিটি করপোরেশনে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর।

এই বিষয়ে কাউন্সিলর আবুল হোসেন কালবেলাকে বলেন, আমি একাধারে চারবার কাউন্সিলর হয়েছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দুজন শয়তান লোক এই ধরনের মিথ্যা অভিযোগ দিয়েছে। আমার যে সম্পদ আছে তার সবটুকুরই ইনকাম ট্যাক্স দেওয়া আছে। আমি চারবারের কাউন্সিলর হিসেবে আমার যে সম্পদ থাকার কথা, তার কিছুই নেই।

দুদক ডেকেছিল বলে স্বীকার করে তিনি বলেন, আমি দুদককে বলেছি, আপনারা তদন্ত করেন। আমার অবৈধ সম্পদ থাকলে ব্যবস্থা নিবেন।

টঙ্গী থানা যুবলীগের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও এখন আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর আবুল হোসেন দাবি, তিনি নির্দোষ। তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। দুদকের তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আশাবাদী তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব

আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার ৩ আসামি কারাগারে

প্রকল্প পাস হলে বাস্তবায়নের ধার ধারে না : পরিকল্পনা সচিব

বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন

২০২৬ বিশ্বকাপ নিয়ে জোকোভিচের চমকপ্রদ ভবিষ্যদ্বাণী

সাবেক এমপি জয়সহ ৫ জনের ৮৬ ব্যাংক হিসাব ফ্রিজ  

২০২৬ সালের হজে ফটোগ্রাফি নিষিদ্ধের গুজব

সিটির বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

৩৮ দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

পুলিশে বড় রদবদল

১০

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের দুই গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দ

১১

ছিনতাই হওয়া ট্রাকসহ ৭০ ব্যারেল তেল উদ্ধার

১২

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২

১৩

বিশ্বজিৎ হত্যার বিচার নিশ্চিত করতে আইনি সহায়তা দিতে চায় জবি শিক্ষক সমিতি

১৪

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১০.৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি 

১৫

প্রতিদিন তুলসী পাতা ভেজানো পানি খেলে কী হয়? জানলে অবাক হবেন

১৬

দুর্নীতির লাগাম টানায় বিএনপির ‘ট্র্যাক রেকর্ড’ আছে : তারেক রহমান

১৭

১০ বছরের অপেক্ষার পর একসঙ্গে ৫ সন্তানের জন্ম

১৮

ঋতু পরিবর্তনের সময় কিছু মানুষ কেন অসুস্থ হয়ে পড়ে? যা বলছে বিজ্ঞান

১৯

লালবাগে যুবককে ছুরিকাঘাতে হত্যা

২০
X