শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৩:২৬ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের পর জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন নবদম্পতি

আব্দুর রহিম ও নুসরাত জাহান তন্নী। ছবি: কালবেলা
আব্দুর রহিম ও নুসরাত জাহান তন্নী। ছবি: কালবেলা

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় ও পারিবারিক অত্যাচারে পালিয়ে বিয়ে করার কারনে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এক নব দম্পত্তি। প্রেম করে পালিয়ে বিয়ে করার কারনে মেয়ের পরিবার থেকে হয়রানি করা হচ্ছে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ তুলেছেন সেই দম্পত্তি।

তারা ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭নং কাজীরবেড় ইউনিয়নের সামন্তা বাজারের মো: নজরুল ইসলামের ছেলে মো: আব্দুর রহিম ও একই গ্রামের মো: নুর হোসেন এর মেয়ে মোছা: নুসরাত জাহান তন্নী।

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের কাছে এই অভিযোগ তুলে ধরেন নবদম্পতি। এসময় আব্দুর রহিম জানান, আমার সাথে তার দীর্ঘ দিনের সম্পর্ক থাকে, সম্পর্কের কথা পারিবারিক ভাবে জানালে, মেয়ের পরিবার অসম্মতি জানায়। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। কিন্তু এখনও পারিবারিক চাপে প্রতি মূহুর্তেই আমাকে মৃত্যু ভয়ে থাকতে হচ্ছে, যেকোন মূল্যে তারা আমাকে হত্যা করবে। এর আগেও তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে এবং মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করেছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আমদের কাছে সব কিছুর প্রমাণ আছে, আমাদের কাবিননামা হয়ে গেছে, তার ভিত্তিতে আমরা কোর্টে একটি এফিডেভিটও করেছি।

এ বিষয়ে নুসরাত জাহান তন্নী অভিযোগ করে বলেন, আব্দুর রহিম আমার বাসার হোম টিউটর ছিলেন, সেখান থেকেই আমাদের সম্পর্ক হয়। সেটি সে আমার বাসায়ও জানায়, কিন্তু বাসা থেকে কেউ মেনে নেয়নি এরপর আমার পরিবার আমার কলেজ যাওয়াও বন্ধ করে দেয়, আমার ফোনও নিয়ে নেয়। এভাবে আমাকে বাসায় ১৪ দিন রাখার পরে নানি বাড়ী পাঠিয়ে দেয়। গত পরশু দিন আমার ভাই (আব্দুল্লাহ আল মামুন) ও আমার মামা আমাকে অত্যাচার করে। আমার ভাই আমাকে প্রতিরাতে কিসের ওষুধ খাওয়ায় তা আমি নিজেও জানি না। শুধু বলে ঘুমের ওষুধ, কিন্তু ওষুধ খাওয়ার পরে কখনোই আমার ঘুম আসতো না। তখন জোর করে আমার হাত-মুখ বেধে একটি ইনজেকশন দেয়। পরে ভাই মামাকে বলে ওকে দেখে রেখো,আমি গাড়ী নিয়ে আসছি, তখন আমি বুঝতে পারি আমর ক্ষতি হতে যাচ্ছে। তখন আব্দুর রহিমের সাথে যোগাযোগ করে পালিয়ে এসে আমরা স্বইচ্ছায় বিয়ে করি।

বর্তমান সমস্যার কথা তুলে ধরে নব-দম্পত্তিরা জানান, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা চাই সুন্দরভাবে জীবনযাপন করতে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা নিজেদের জীবনের নিরাপত্তা চাই।

এ বিষয়ে নুসরাত জাহান তন্নির ভাই আব্দুল্লাহ আল মামুনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, গত পরশু থেকে আমার বোনকে খুঁজে পাচ্ছিনা, আমরা এ বিষয়ে থানায় একটি অভিযোগও করেছি, তবে আমার বোন যে অত্যাচারের অভিযোগ করেছে এ বিষয়টি সত্য নয়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, যেহেতু মেয়েটি আলমডাঙ্গা থানা থেকে নিখোজ হয়েছেন, সে কারনে পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যেহেতু ছেলে ও মেয়ের বাড়ি মহেশপুর থানায় বিষয়টি আমাদেরকে অবগত করা হয়েছে। আমরা সঠিক তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

১০

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

১১

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

১২

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

১৩

আসিফ নজরুলকে তুলোধুনো করলেন হাসনাত আবদুল্লাহ

১৪

২৪ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ

১৫

ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

১৬

নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস কোচ

১৭

‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা

১৮

‘নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা’

১৯

লজ্জাবতী বানরের প্রধান খাদ্য জিগার গাছের আঠা!

২০
X