মানিকগঞ্জের হরিরামপুরে ৩১টি ইয়াবাসহ মো. আমজাদ (২৫) নামে এক যুবককে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাল্লা ইউনিয়নের বাল্লাবাজার সংলগ্ন ইছামতী নদীর ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। তিনি বাল্লা ইউনিয়নের ঝিটকা মধ্যপাড়া গ্রমের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। এ বিষয়ে হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য কালবেলাকে জানান, আসামিকে শনিবার (১৪ অক্টোবর) সকালে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন