ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ব্যস্ত সময় পার করছেন সবজি চাষিরা

কুমিল্লায় সবজি চাষে জমি প্রস্তুত করছেন চাষি। ছবি : কালবেলা
কুমিল্লায় সবজি চাষে জমি প্রস্তুত করছেন চাষি। ছবি : কালবেলা

শীতকালীন সবজি আবাদে জমি প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সবজি চাষিরা। কেউ হাতে কোদাল ও নিড়ানি, কারো হাতে বীজ। আবার ক্ষেতের মাটিতে জৈবসার মিশিয়ে কেউ কেউ জমি প্রস্তুত করছেন, কেউবা বীজ বপন করছেন কোনো কোনো জমিতে।

সরেজমিনে দেখা যায়, ব্রাহ্মণপাড়ায় কোনো কোনো কৃষক সম্প্রতি আবাদ করা সবজির ক্ষেত পরিচর্যা করছে।

স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ওই উপজেলায় এ বছর মোট ৩২০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের শীতকালীন সবিজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবহাওয়া সবজি চাষের অনুকূলে থাকলে এ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সবজি আবাদ হবে বলে মনে করছেন স্থানীয় কৃষি বিভাগ।

উপজেলার বিভিন্ন এলাকার সবজির মাঠ ঘুরে দেখা গেছে, উপজেলার সবজি চাষিরা শীতকালীন সবজি আবাদের লক্ষ্যে জমি প্রস্তুত ও বীজ বপনের কাজে ব্যস্ত সময় পার করছেন। এসব সবজির মধ্যে বাঁধাকপি, ফুলকপি, মূলা, করলা, লাল শাক, পালংশাক, শিম, টমেটো, বেগুন, লাউ, শসা, মিষ্টি কুমড়া, বরবটি, ডাটা, চিচিঙ্গা, ক্যাপসিকাম, পটোল, কাঁচা মরিচসহ বিভিন্ন জাতের সবজি রয়েছে।

উপজেলার টাকুই এলাকার সবজি চাষি আবুল কাশেম জানান, তিনি এবার ২১ শতক জমি সবজি চাষের জন্য প্রস্তুত করেছেন। এই জমিতে বাঁধাকপি ও ফুলকপি চাষ করবেন তিনি। এ ছাড়া অন্য মাঠে আরও ১৭ শতক জমি প্রস্তুত করা আছে তার। ওই জমিতে মরিচ, ডাঁটা ও টমেটো চাষ করার প্রস্তুতি নিচ্ছেন। এ বছর প্রকৃতি অনুকূলে থাকলে এসব সবজি চাষে লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উপজেলার বেজুড়া এলাকার সবজি চাষি হারিছ মিয়া বলেন, গত কিছুদিনের টানা বৃষ্টির আগে আমার ২৬ শতক জমিতে বিভিন্ন জাতের সবজি আবাদ করেছিলাম। এগুলো অতি বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। একই জমি আবারও আমি সবজি চাষের জন্য প্রস্তুত করছি। খুব শিগগিরই এতে বীজ বপন করব।

মহালক্ষীপাড়া এলাকার সবজি চাষি সোহেল রানা বলেন, সবজি চাষের জন্য আবহাওয়া বর্তমানে ভালো আছে। এ বছর আমি ১৫ শতক জমিতে লালশাক আবাদ করেছি। ২৪ শতকের অন্য আরেকটি জমিতে ক্যাপসিকাম আবাদ করেছি। আশা করছি এ বছর সবজির উৎপাদন ভালো হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান বলেন, এখন শীতকালীন সবজি আবাদে আবহাওয়া অনুকূলে আছে। আশা করছি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর শীতকালীন সবজির ফলন ভালো হবে। সবজি আবাদে কৃষক লাভবান হবেন। সুপরামর্শ নিয়ে উপজেলা কৃষি অফিস প্রান্তিক কৃষকদের পাশে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিরে দেখা ৩১ জুলাই : ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের বাধা 

রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার শেষ দিন আজ

শিশুকে ধর্ষণচেষ্টা, অটোরিকশাচালকের কারাদণ্ড

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, আকর্ষণীয় বেতনের সঙ্গে সাপ্তাহিক ২ দিনের ছুটি

সাপুড়ের প্রাণ নেওয়া বিষধর সাপ চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে

৩১ জুলাই : টিভিতে আজকের খেলা 

অস্ট্রেলিয়া / এবার ১৬ বছরের কম বয়সীদের ইউটিউবে নিষেধাজ্ঞা

চাকরি দিচ্ছে সুলতান’স ডাইন, বেতন ছাড়াও থাকছে খাবার সুবিধা

এক দিনেই বিএনপির ২০ নেতা বহিষ্কার 

ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা

১০

শর্তসাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার

১১

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১২

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

৩১ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৫

দেশের বাইরে থেকেও স্কুল শিক্ষিকা তুলছেন বেতন, নিচ্ছেন সুযোগ-সুবিধা

১৬

আতাই নদীর বাঁধ ভেঙে অভয়নগরের দুই শতাধিক পরিবার পানিবন্দি

১৭

সিদ্ধিরগঞ্জে ৪ মাসে ৯ খুন

১৮

বেনাপোল বন্দরে চাঁদা আদায়ের অভিযোগে ৫৪ আনসার বদলি

১৯

শেখ হাসিনা রাজনীতিকে বিষাক্ত প্রাণীদের হাতে তুলে দিয়েছিলেন : স্বপন

২০
X