সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী হাসান শেখ (২৮)-কে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার চনারুঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় র্যাব -১২ এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন। হাসান বেলকুচি উপজেলার রানীপুরা চর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
র্যাব -১২ এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার ইলিয়াস খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ ও র্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি হাসানকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন