ইমরান খান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যালয় আগেভাগেই ছুটি দিয়ে এমপির সভায় পাঠানো হলো শিক্ষার্থীদের

ধামরাইয়ে আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠের মতবিনিময় সভায় শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ধামরাইয়ে আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠের মতবিনিময় সভায় শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সরকারি উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য। এতে অংশ নিতে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে আগেভাগে ছুটি দিয়ে শিক্ষার্থীদের সেই সভায় পাঠানো হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতাসহ সরকারি বিভিন্ন ভাতা উপকারভোগীরা বক্তব্য দেন ও আওয়ামী লীগের পক্ষে ভোট প্রার্থনা করেন।

স্বাভাবিকভাবে সকাল ১০টায় ক্লাস শুরু হয়ে আট বিষয়ের ক্লাস শেষ হয় বিকেল চারটায়। তবে সভা উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৭টায় ক্লাস শুরু হয়। চারটি বিষয়ের ক্লাস শেষে বেলা ১০টার দিকে শিক্ষার্থীদের বিদ্যালয়ের মাঠে আয়োজিত কর্মসূচিতে পাঠানো হয়।

সরেজমিনে দুপুর সাড়ে ১২টার দিকে মতবিনিময় সভাস্থলে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে মাঠে প্যান্ডেল টাঙিয়ে সভা চলছে। সভায় স্থানীয় কয়েকশ গ্রামবাসী উপস্থিত রয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীরাও বিদ্যালয়ের ইউনিফর্ম পরিহিতভাবেই সভাস্থলে দর্শক হিসেবে বসে আছেন।

কয়েকজন শিক্ষার্থীর কাছে জানতে চাইলে তারা জানান, শিক্ষকদের পূর্ব নির্দেশনা অনুযায়ী তারা বৃহস্পতিবার সকাল ৭টায় স্কুলে আসেন। চারটি ক্লাস করার পর তাদের শ্রেণি শিক্ষকরা মাঠে মতবিনিময় সভায় যোগ দিতে বলেছেন।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, আমাদের শিক্ষক এখানে আসতে বলেছেন। এজন্য আগে ছুটি হয়েছে। এই অনুষ্ঠান শেষে ক্লাস ছুটি হবে। একই কথা জানান ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আশরাফুল, তামিম হোসেন, সপ্তম শ্রেণির নাফিসা আক্তারসহ আরও কয়েকজন।

বেলা সাড়ে ১২টার দিকে ক্লাসরুমগুলোতে গিয়ে দেখা যায়, এলোমেলোভাবে ক্লাসরুমের ভেতরে ও বাইরে ঘুরাঘুরি করছেন শিক্ষার্থীরা।

দ্বিতীয় তলার কয়েকটি কক্ষে ঘুরে দেখা যায় ক্লাসরুমে আড্ডা দিচ্ছেন কয়েকজন শিক্ষার্থী। তারা জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় ক্লাস শুরু হয়ে ১০টার দিকে শেষ হয়েছে। এরপর তাদের সভাস্থলে যেতে বলা হয়েছে। তবে কেউ কেউ শ্রেণিকক্ষেই বসে আছেন।

২০৯ নম্বর কক্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদেরও একইভাবে বসে থাকতে দেখা যায়।

অষ্টম শ্রেণির খ শাখার শিক্ষার্থী খাদিজা, জয়া ও সাথীসহ কয়েকজন জানান, শিক্ষকরা তাদের সভাস্থলে যেতে বলেছেন। তবে অতিরিক্ত গরমের কারণে শ্রেণিকক্ষেই আছেন তারা।

এই শিক্ষার্থীরা বলেন, অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তাদের বাড়ি যেতে মানা করা হয়েছে।

এ ছাড়া শিক্ষকদের কক্ষে গিয়েও দেখা যায় বেশিরভাগ শিক্ষক সভায় যোগ দিয়েছেন। কয়েকজন শিক্ষক কক্ষে অলস সময় পার করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্তে তারা বৃহস্পতিবার সকাল ৭টায় ক্লাস শুরু করে ১০টার মধ্যে শেষ করেন।

কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, সকাল ৭টায় ক্লাস শুরু করে ১০টায় শেষ করি। পাঁচটা ক্লাস হয়েছে। এরপর শিক্ষার্থীদের অনুষ্ঠানে পাঠানো হয়।

শিক্ষার্থীদের ছুটি না দিয়ে সভায় কেন পাঠানো হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, আমরাও তো উপকারভোগী। আমাদের অনুষ্ঠান। তাই শিক্ষার্থীদের এখানে বসিয়ে রাখা হয়েছে।

ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ বলেন, স্কুলে অনুষ্ঠান ছিল। সেখানে অনুষ্ঠান হয়েছে।

স্কুল খোলার বিষয়ে ও শিক্ষার্থীদের আনা হয়েছে কি না প্রশ্নে তিনি বলেন, স্কুলের জায়গায় স্কুল। বলেই ফোন কেটে দেন তিনি।

ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আশরাফি বলেন, বিষয়টি জানা নেই। প্রধান শিক্ষক বলতে পারবেন। তার হাতে সংরক্ষিত ছুটি আছে। তিনি দিতে পারতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

১০

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

১১

চীন সফরে নাহিদের সঙ্গে যাচ্ছেন যারা

১২

ব্যালট বাক্সের হিসাব চেয়ে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

১৩

এক দশক পর কারামুক্ত ব্লগার ফারাবী

১৪

১০ মাসেও মেলেনি মোস্তাফিজ হত্যার রহস্য, থামছে না মায়ের কান্না

১৫

নিজের যেসব বদঅভ্যাসে লিভারের ক্ষতি করছেন না জেনেই

১৬

জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি

১৭

‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৮

তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি : এ্যানি

১৯

৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, সরকারের ব্যয় হবে কত

২০
X