কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন : প্রতীক বরাদ্দ পেলেন ৫ প্রার্থী

নির্বাচনী প্রতীক বরাদ্দপত্র সংগ্রহ করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু। ছবি : কালবেলা
নির্বাচনী প্রতীক বরাদ্দপত্র সংগ্রহ করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

এর মধ্যে শিক্ষক নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল হামিদ পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন পেয়েছেন দলীয় প্রতীক আম, জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল) পেয়েছেন দলীয় প্রতীক গোলাপফুল ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা পেয়েছেন কলার ছড়ি।

নির্বাচনী প্রতীক পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু বলেন, ১৯৭৫ সালের পর এই আসন থেকে নৌকা প্রতীকের দলীয় প্রার্থী এই আসন থেকে বিজয়ী হয়নি। দীর্ঘদিন পর আবারও এই আসনে আমাদের দলের সভানেত্রী প্রধানমন্ত্রী এই আসনে নৌকা প্রতীক প্রদান করেছেন। আমি আশা করি, জনগণের ভালোবাসায় নৌকা প্রতীকে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে পারব।

স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, আমি এরশাদ ও রওশন এরশাদের অনুসারী জাতীয় পার্টি করি। এর আগেও আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এই আসন থেকে বিজয়ী হয়েছিলাম। এবার দলীয়ভাবে জাতীয় পার্টি দুই ভাগে বিভক্ত হওয়ায় আমি দলীয় প্রতীক চাইনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার কর্মীদের পছন্দ ছিল দলীয় প্রতীক যেন আমি কলার ছড়ি নেই। অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় চাহিদা অনুযায়ী আমি কলার ছড়ি প্রতীক পেয়েছি।

এদিকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, আপনারা সবাই নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়তো আপনাদের জরিমানাসহ আইনি ঝামেলায় পড়তে হতে পারে। তাই আমি সবার কাছে অনুরোধ করব সবাই যেন আচরণবিধি মেনে চলেন। আমরা সবার সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেব।

বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞা গত ৩০ সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে এই শূন্য সংসদীয় আসনে উপনির্বাচন ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে ব্যয় বাড়বে: অর্থ উপদেষ্টা

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

মাছের ঘের থেকে কৃষকের মরদেহ উদ্ধার

শুটিং সেটে গুরুতর আহত, প্রযোজকের কথা ভাবলেন শ্রদ্ধা

আঁধারে শেষ ২০ বিঘা সবজি ক্ষেত

বানিয়ে নিন মচমচে ফুলকপির পকোড়া

মুক্ত আকাশে ফাঁদে আটকা ৯০টি শালিক পাখি

রামপুরায় ২৮ জনকে হত্যা : অভিযোগ গঠনে শুনানির তারিখ নির্ধারণ

প্রকাশ্যে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ

দুর্নীতি চাই এবং চাই না এর মধ্যে ফাঁক রয়েছে : দুদক চেয়ারম্যান

১০

বিয়ে নিয়ে নিরাপত্তা জটিলতায় টেলর সুইফট

১১

পুরো অ্যাশেজ থেকেই কি ছিটকে গেলেন অজি তারকা?

১২

দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, শেষ স্ট্যাটাস ভাইরাল

১৩

ঢাবি শিক্ষক কার্জনের জামিন

১৪

৩ বছর বিদেশে থেকেও ভোগ করেন বেতন-ভাতা

১৫

রহস্যময় বেলুনে লিথুনিয়ার বিমানবন্দর বন্ধ

১৬

বাউল শিল্পী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

১৭

রাতে ঘুমানোর আগে ঘরোয়া টোটকায় পা হবে নরম তুলতুলে

১৮

সিনিয়রদের মুখের ভাষাকে দুর্ভিক্ষ বলে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা

১৯

‘আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে’

২০
X