চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় শামসুজ্জামানের (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের শান্তিমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শামসুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চোহডিতলা গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শান্তি মোড়ের পশ্চিম পাশে মোটরসাইকেল আরোহী শামসুজ্জামানকে ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা যায়নি। এ ছাড়া চালক পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন