জাতীয় সংসদ নির্বাচন জনগণের চাওয়ার ওপর নির্ভর করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষ না চাইলে তপশিল ঘোষণা হলেও নির্বাচন হবে না। তপশিল ঘোষণার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। মানুষের ইচ্ছার বিরুদ্ধে তপশিল কেন, যাই ঘোষণা করা হোক কাজে আসবে না।
রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজার সরকারের নিয়ন্ত্রণে নেই। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। আওয়ামী লীগের পকেটে ঢুকে গেছে বাজার।
ফিলিস্তিনর মুসলিম নির্যাতনের প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিনিতে মুসলিম নির্যাতন সম্পর্কে বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বপ্রথম বিবৃতি দিয়েছেন।
এর আগে সন্ধ্যা ৬টায় শারদীয় শুভেচ্ছাসহ কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌঁছান আমীর খসরু। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় তাকে স্বাগত জানান।
এ সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সমবায় দলের সহসভাপতি হযরত আলী মিঞাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত এইচই মিসেস ইরমা ভান ডুইরেন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনসহ অনেকে অংশ নেন।
মন্তব্য করুন