কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যা

প্রধান আসামি গ্রেপ্তার

দুই ভাইকে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আউয়াল গ্রেপ্তার। ছবি : কালবেলা
দুই ভাইকে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আউয়াল গ্রেপ্তার। ছবি : কালবেলা

গাজীপুর সদর থানার বাঙ্গালগাছ এলাকায় দুই ভাইকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৪টার দিকে তাকে শিমুলতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজির অভিযোগ এনে দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে র‌্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান গাজীপুর র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন।

গ্রেপ্তার আব্দুল আউয়াল (৫১) পিরোজপুর জেলার বাঁশবুনিয়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। তিনি বাঙ্গালগাছ এলাকায় পান সুপারির দোকান চালাতেন।

র‍্যাব কর্মকর্তা বলেন, গত ২০ অক্টোবর সাড়ে ৭টার দিকে বাঙ্গালগাছ বাঁশবাজারে শফিকুল ইসলাম (২৫) ও শুক্কুর আলী (২২) নামের দুই ভাইকে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত ও কুপিয়ে হত্যা করে আসামিরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ভিকটিমদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় পরদিন ভিকটিমদের বাবা আবুল কাশেম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-১ এর একটি দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে ওই ঘটনায় জড়িত প্রধান পলাতক আসামি আব্দুল আউয়ালের অবস্থান শনাক্ত করে। সে শিমুলতলী বাজার সমরাস্ত্র কারখানা এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান পরিচালনা করে আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়।

আসামির ভাষ্য অনুযায়ী র‍্যাব কর্মকর্তা আরও বলেন, ঘটনার দিন ভিকটিম শফিকুল ইসলাম ও শুক্কুর আলীসহ চারজন একটি অটোরিকশাযোগে বাঙ্গালগাছ বাঁশবাজার এসে কিছু না বলে বাজারের বিল্লালের দোকান ভাঙচুর করে। পরে রাসেলের মুদি দোকানের ফ্রিজ ভাঙচুর এবং তার দোকানের সিসি ক্যামেরার যন্ত্রপাতি সঙ্গে নিয়ে জুলহাসের গাড়ি ওয়াশিং পয়েন্টের দোকানে যায়। সেখানে জুলহাস ও মমিনের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতিতে লিপ্ত হয়। হাতাহাতির একপর্যায়ে বাজারের চারদিক থেকে আব্দুল আউয়ালসহ আরও ৩-৪ জন মিলে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিম শফিকুল ইসলাম ও শুক্কুর আলীকে মারধর করে পালিয়ে যায়।

এ ছাড়া ঘটনার দুই দিন আগে আব্দুল আউয়ালকে হাজীবাগ রোডে শফিকুল ইসলাম ও শুক্কুর আলীসহ পাঁচজন পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। এই ক্ষোভে ভিকটিম শফিকুল ইসলাম ও শুক্কুর আলীকে হত্যা করা হয়েছে বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন আব্দুল আউয়াল ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬ ঘণ্টায় সাত জেলায় সমাবেশ, ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

সাত মাস পর কারামুক্তি, ৫ মিনিট পর ফের গ্রেপ্তার

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

১০

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

১১

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

১২

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

১৩

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

১৪

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

১৫

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

১৬

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

১৭

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

১৮

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

১৯

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল এমপি প্রার্থীর

২০
X