ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় অফিস সহায়ক দিয়ে চলছে চিকিৎসাসেবা

ধনুটের উপস্বাস্থ্যকেন্দ্র। ছবি : কালবেলা
ধনুটের উপস্বাস্থ্যকেন্দ্র। ছবি : কালবেলা

বগুড়ার ধুনট উপজেলায় অব্যবস্থাপনা ও অনিয়মের মধ্য দিয়ে চলছে ভাণ্ডারবাড়ি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবা কার্যক্রম। চিকিৎসকদের পালাক্রমে দায়িত্ব পালন ও অফিস সহায়ক দিয়ে চলছে চিকিৎসাসেবা। এতে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ভাঙন জনপদের বাস্তুহারা পরিবারের হাজারো মানুষ।

স্বাস্থ বিভাগ সূত্রে জানা গেছে, এ উপজেলার যমুনা নদীর ভাঙন জনপদে অবস্থিত ভাণ্ডারবাড়ি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রেটি। এখানে চিকিৎসাসেবা নিতে আসা বেশিরভাগ মানুষ যমুনা নদীর ভাঙনে নিঃস্ব বাস্তুহারা ও চরের অবহেলিত পরিবারের। এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতি কর্মদিবসে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট ও একজন অফিস সহায়ক (এমএলএসএস) দায়িত্ব পালন করার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্যকেন্দ্রে প্রত্যেক কার্যদিবসে পালাক্রমে একজন করে দায়িত্ব পালন করেন। মাঝে মধ্যে অফিস সহায়ক দিয়েও চলে স্বাস্থ্যসেবা। আবার অফিস সহায়কের সঙ্গে পালাক্রমে ডিউটি নিয়ে হতো ঝগড়া উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল মোতালিবের সঙ্গে।

স্বাস্থ্যকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা রেখে রোগীদের সেবা দেওয়ার কথা। কিন্তু বাস্তব চিত্র তার ঠিক উল্টো। বিকেল ৩টার পরিবর্তে অফিস বন্ধ হয়ে যায় বেলা ১২টায়। আবার সকাল ৯টায় অফিস না খুলে খোলা হয়ে থাকে ১০টা-১১টায়। এমন চিত্র প্রতিদিনের।

রোববার সকাল ১১টার দিকে সরেজমিন ভাণ্ডারভাড়ি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, মিজানুর রহমান নামে এক অফিস সহায়ক একাই রোগী দেখছেন, ওষুধ বিতরণ করছেন।

অফিস সহায়ক মিজানুর রহমান বলেন, ফার্মাসিস্ট নজরুল ইসলামের আত্মীয়ের মৃত্যু হওয়ায় আসতে পারেনি। ওই দিন দুপুর ১২টা পর্যন্ত উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল মোতালেব স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হননি।

স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারী বলেন, উপসহকারি মেডিকেল অফিসার আব্দুল মোতালিবে কাছে ওষুধ চাইলে রোগীদের সঙ্গে খারাপ আচরণ করে ও ওষুধ দেয় না।

উজ্জ্বল মাহবুব, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, দুলাল মিয়া, তাহেরা খাতুন, লাভলী খাতুন ও সাহেরা খাতুনসহ অনেকে অভিযোগ করে বলেন, এখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পালা করে দায়িত্ব পালন করেন। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যদি প্রতিমাসে এক-দুইবার পরিদর্শন করলে এ রকম অবস্থা হতো না। এ ছাড়া সময়মতো অফিসে আসেন না। অফিসে আসলেও হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে চলে যান ও অগ্রিম হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। ফলে ভাঙন জনপদের বাস্তুহারা মানুষরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ভাণ্ডারবাড়ি উপস্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোতালিব হোসেন বলেন, উপজেলার সব ইউনিয়নে এ রকমই ডিউটি করে সবাই। এ বিষয় আপনি তদারকি করে কোনো লাভ হবে না। আমার ডিউটিতে আসা না আসা আমার বিষয়। আমার পরিবার আগে ডিউটি পরে।

ফার্মাসিস্ট নজরুল ইসলাম বলেন, আমরা নিয়মিতভাবেই দায়িত্ব পালন করি। তবে আজ আমার আত্মীয়র মৃত্যু হওয়ায় আমি যেতে পারিনি।

তিনি আরও বলেন, উপসহকারী মেডিকেল অফিসার অন্যদিনের মতই কেন অফিসে আসেননি আমার জানা নেই। গণমাধ্যমকর্মী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এক সপ্তাহ আগে পালাক্রমে ডিউটি বিষয় জানালেও উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল মোতালিব দাপটের সঙ্গে পালাক্রমে ডিউটি করছেন। সব উপজেলায় একই অবস্থা। আমরা করলে দোষ কি।

তিনি আরও বলেন, আমাদের নিয়মিত অফিস করার জন্য নির্দেশ দিয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। কিন্তু উপসহকারী মেডিকেল অফিসার কেনো আসেনি বলতে পারছি না।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক বলেন, দায়িত্ব পালনে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১০

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১১

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১২

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৩

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৪

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

১৫

জামায়াতের মুখে সংস্কার, হাস্যকর বিষয় : সোহেল

১৬

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে? জানালেন পুষ্টি বিশেষজ্ঞ

১৭

গণতন্ত্রকামী দলগুলোর দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদ সুযোগ নেবে : তারেক রহমান

১৮

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

১৯

স্বাস্থ্য উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে : এনসিপি নেতা ডা. জাহিদুল

২০
X