সাতক্ষীরা পৌরসভা কার্যালয় চত্বরে সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১টায় পৌর কার্যালয়ের অফিস চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ কাজী ফিরোজ হাসান।
মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার উদ্যোগে সৌন্দর্যবর্ধন কাজের বাস্তবায়ন করছে সাতক্ষীরা পৌরসভা।
ফুলগাছের চারাগাছ রোপণ করে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, শফিকুল ইসলাম কালু, কায়সারুজ্জামান হিমেল, সাগর হোসেন, শেখ মারুফ আহমেদ, সংরক্ষিত নারী কাউন্সিলর রাবেয়া পারভিন ও নূরজাহান বেগমসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
মন্তব্য করুন