যশোরের অভয়নগরে নাশকতা মামলার আসামি দেখিয়ে বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় তাদের যশোর জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ১২ অক্টোবর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের মহাকাল এলাকায় ভৈরব ব্রিজসংলগ্ন তিন রাস্তার মোড়ে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা সমবেত হয়ে বিস্ফোরণ ঘটিয়ে যানবাহন ও রেল চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি সমর্থিত ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। মামলা নং ৯। এ মামলায় ৯ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
আটককৃত আসামিরা হলেন- কামকুল গ্রামের আব্দুল মান্নান মিনার ছেলে আজিজুর রহমান টিটু (৪২), পায়রা গ্রামের জহির উদ্দিন মোল্যার ছেলে আব্দুল মান্নান মাস্টার (৬৪), রাজঘাট গ্রামের ওমর আলীর ছেলে আব্দুল সাত্তার বিশ্বাস (৫৮), মহাকাল গ্রামের ইমান আলী শেখের ছেলে মো. পিয়ার আলী শেখ (৫৮), একতারপুর গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মো. ইউসুফ আলী শেখ (৪৮), পায়রা গ্রামের সুলতান মোল্যার ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৪০), দুর্গাপুর গ্রামের হাসান গাজীর ছেলে মো. ইনামুল গাজী (৩৫), পাইকপাড়া গ্রামের জলিল বিশ্বাসে ছেলে মো. শুকুর বিশ্বাস (৩৫) ও ওই গ্রামের মজিদ গাজীর ছেলে আবুল গাজী (৬৫)।
মন্তব্য করুন