ঢাকা-ময়মনসিংহ মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক খাতের শ্রমিকরা। এতে ওই মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়।
শনিবার (২৮ অক্টোবরে) বেলা ১১টার দিকে টঙ্গীর মালেকের বাড়ি এলাকায় কলম্বিয়া পোশাক কারখানার শ্রমিকসহ আরও বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে সড়কে বিক্ষোভ করে।
দুপুর ১টার দিকে গাজীপুরের শিল্প পুলিশ পরিদর্শক রেজাউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, পোশাক শ্রমিক বিক্ষোভে সড়কে যান চলাচলে তীব্র জটের সৃষ্টি হয়েছে।
এদিকে বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন তারা। সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক মালেকের বাড়ি এলাকায় অবরোধ করা হয়।
শ্রমিক নেতা সফিউল জানান, শ্রমিকরা আমাদের কথা শুনছে না। মজুরি বাড়ানো দাবিতে শ্রমিকরা একত্রিত হয়ে সড়কে অবস্থান নিয়েছে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিকরা মুজুরি সর্বনিম্ন ২৩ হাজার টাকা করার দাবিতে আজ বিক্ষোভ শুরু করে।
মন্তব্য করুন