সারাদেশে বিএনপি-জামাতের হরতালের সমর্থনে ডাকা রোববারের (২৯ অক্টোবর) হরতালকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পথচারীর মোটরসাইকেলে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার হরতালের সমর্থনে শনিবার রাতে গোলাকান্দাইল আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলের একপর্যায়ে গোলাকান্দাইল আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত একটি মোটরসাইকেল থামিয়ে আগুন দেওয়া হয়।
মোটরসাইকেল চালক আবু বক্কর জানান, আমি গাউছিয়া মার্কেট এলাকায় একটি কাপড়ের দোকানে চাকরি করি। প্রতিদিনের মতো রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে গোলাকান্দাইল আধুরিয়া এলাকায় পৌঁছলে বেশ কয়েকজন লোক আমার মোটরসাইকেলটি থামান। এ সময় তারা জিয়ার সৈনিক এক হওসহ নানা ধরনের স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা আমার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন ও টহলকারী পুলিশ এগিয়ে আসলে তারা স্লোগান দিতে দিতে চলে যায়। তবে লোকজন আসলেও ততক্ষণে আমার মোটরসাইকেলটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ‘পথচারীর মোটরসাইকেলে আগুনের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয় ও মোটরসাইকেল চালকের ভাষ্য মতে বিএনপির নেতাকর্মীরা এমন ঘটনা ঘটিয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অক্ষত ককটেল উদ্ধার করা হয়েছ। মোটরসাইকেল চালক মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের টহলকারী পুলিশ কোনো ধরনের অগ্নি সন্ত্রাস যাতে না ঘটে সেজন্য সজাগ থাকবে।’
মন্তব্য করুন