মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে বাস চলাচল বন্ধ

হরতালে বরিশালে বাস চলাচল বন্ধ। ছবি : কালবেলা
হরতালে বরিশালে বাস চলাচল বন্ধ। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে লঞ্চ চলাচল অব্যাহত। রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে নগর ও জেলার কোথায় কোনো বিএনপি বা জামায়াতের মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

এদিকে বরিশাল নদীবন্দর থেকে জেলার অভ্যন্তরীণ ও জেলার বাইরের বিভিন্ন রুটে স্বাভাবিক নিয়মে লঞ্চ চলাচল করছে। তবে স্বাভাবিক দিনের থেকে যাত্রী কিছুটা কম বলে জানিয়েছেন বরিশাল থেকে ভোলাগামী সোহাগী-১ লঞ্চের মাস্টার নয়ন।

তিনি বলেন, দূরপাল্লার বাস চলাচল কম থাকায় যাত্রীর সংখ্যা কম রয়েছে। তবে অফিস সময়ের সঙ্গে লঞ্চগুলোতে যাত্রী সংখ্যা আগের মতোই ছিল বলে জানিয়েছেন বন্দরের স্টাফরা।

এদিকে বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে সকাল সাড়ে সাতটার দিকে এক্সক্লুসিভ নামে একটি বাস ফরিদপুরের উদ্দেশে ছেড়েছে। এরপর থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যাত্রী চলাচল বন্ধ রয়েছে।

বেলা পৌনে ১২টার দিকে সাকুরার বরিশাল ডিপো ম্যানেজার আনিচুর রহমান জানিয়েছেন, বাস চলাচল বন্ধ রয়েছে। বিকেলের দিকে বাস চালু হতে পারে।

এ ছাড়া স্বাভাবিক নিয়মে সকাল থেকে বিআরটিসির বাসগুলো সব রুটে স্বাভাবিকভাবে চলাচল করছে, যাতে যাত্রীদের উপস্থিতি ছিল কম। সকাল থেকে বরিশাল নগরে ও উপজেলা সদরগুলোতে সিএনজি, মাহিন্দ্রা, অটোরিক্সাসহ সকল ধরনের থ্রি-হুইলার স্বাভাবিক নিয়মে চলাচল করছে। এমনকি বরিশাল নগর থেকে উপজেলাগুলোতে সমানে যাত্রী পারাপার করছে এসব যানবাহন।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলতে শুরু করার পাশাপাশি স্কুল-কলেজ, ব্যাংক, অফিস-আদালত যথানিয়মে শুরু হয়েছে।

বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েনের পাশাপাশি সড়ক-মহাসড়ক ধরে র‌্যাব-পুলিশের টহল অব্যাহত রয়েছে।

বিএমপি কমিশনার সাইফুল ইসলাম বলেন, সকাল থেকে এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি লক্ষ্য করা যায়নি। সবকিছু স্বাভাবিক রয়েছে, আর আইনশৃঙ্খলা বাহিনীরও অব্যাহত, নজরদারি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

১০

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

১১

আনাসসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা 

১২

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক মেহেদী বাঁচতে চান

১৩

বুকে রড ঢুকিয়ে যুবককে হত্যা

১৪

মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে : বুলু

১৫

ইসরায়েলের তেলবাহী ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

১৬

নিরবচ্ছিন্ন পানি সরবরাহে ওয়াসাকে আহ্বান চসিক মেয়রের

১৭

স্বর্ণের দাম আবারও বাড়ল, ২২ ক্যারেট কত?

১৮

‘দেশের স্বাধীনতা ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জেনারেল ওসমানী’

১৯

স্পেনের বিপক্ষে ফিনালিসিমার তারিখ নিয়ে ক্ষুব্ধ স্কালোনি

২০
X