প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শান্তি সমাবেশ করেছেন পাবনা ২ (সুজানগর-আমিনপুর) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল।
এইসঙ্গে সুজানগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে দেশব্যাপী বিএনপি-জামায়াতের আগুনসন্ত্রাস, নৈরাজ্য রুখতে ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, পথসভা ও রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন তিনি।
রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সুজানগর পৌরসভার প্রধান সড়ক থেকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পাবনা ২ আসনের মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান উজ্জ্বলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তাঁতিবন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন মৃধা, ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনউদ্দিন, সুজানগর উপজেলা আওয়ামী লীগের জনস্বাস্থ্যবিষয়ক সম্পাদক মজিবর রহমান ও ধর্মবিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন সুজানগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, সুজানগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, সুজানগর পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সুজানগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ।
মন্তব্য করুন