শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের স্টেশন অপরিবর্তিত রাখতে রওশন এরশাদের চিঠি

আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা
আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা

ময়মনসিংহ বিভাগীয় শহর থেকে একমাত্র আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং পয়েন্ট পরিবর্তন না করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

রোববার (২৯ নভেম্বর) রেলমন্ত্রীকে এক চিঠি পাঠিয়ে ট্রেনটির স্টার্টিং পয়েন্ট পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান।

ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ওই চিঠিতে লেখেন- ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী একমাত্র ট্রেন বিজয় এক্সপ্রেসের স্টার্টিং পয়েন্ট পরিবর্তনকে কেন্দ্র করে ময়মনসিংহবাসীর মনে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। সরকারের বর্তমান মেয়াদের শেষ প্রান্তে এসে দীর্ঘদিন যাবৎ চলমান এ আন্তঃনগর ট্রেনটির যাত্রাপথ পরিবর্তন জনমনে ভুল বার্তা পৌঁছতে পারে। ময়মনসিংহ শহরটি দেশের অন্যতম প্রধান ও পুরোনো শহর। এটি বর্তমানে বিভাগীয় হেড-কোয়ার্টার। ঐতিহ্যবাহী এ শহর থেকে আন্তঃনগর ট্রেনটির স্টার্টিং স্টেশন পরিবর্তন করা সমীচীন হবে না।

তিনি আরও উল্লেখ করেন, বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং স্টেশন পরিবর্তন না করে পূর্বের মতো ময়মনসিংহ থেকে চট্টগ্রাম রুটে চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ করছি।

এদিকে, বিভাগীয় শহর থেকে বিজয় এক্সপ্রেসের স্টার্টিং পয়েন্ট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ রোববার দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলের নাগরিকদের নানাবিধ সমস্যা সমাধানকল্পে নাগরিক আন্দোলন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ময়মনসিংহ থেকে চট্টগ্রাম রুটে বিজয় এক্সপ্রেস ট্রেনটি নিরবচ্ছিন্নভাবে চলাচল করে এই অঞ্চলে চট্টগ্রাম যাতায়াতকারী যাত্রীদের কাছে স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুযোগ তৈরি করেছিল।

হঠাৎ করে বিজয় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির যাত্রা শুরুর স্টেশন ময়মনসিংহ থেকে স্থানান্তর করে ১ নভেম্বর থেকে জামালপুর করার সিদ্ধান্তের একটি খবর ময়মনসিংহবাসীকে বিস্মিত করেছে। আকস্মিক এই ঘোষণার পর সিদ্ধান্ত বাতিল করাসহ ময়মনসিংহবাসীর রেলপথ সংক্রান্ত সাত দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হচ্ছে- ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরুর স্টেশন স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করতে হবে। ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত ডুয়েলগেজ ডবল রেললাইন স্থাপন করতে হবে। জামালপুর থেকে কক্সবাজার আন্তঃনগর ট্রেন চালু করতে হবে। ময়মনসিংহ থেকে সিলেট আন্তঃনগর ট্রেন চালু করতে হবে। শেরপুর জেলাকে রেল সংযোগের আওতায় আনতে হবে। ময়মনসিংহ থেকে ঢাকা দুই জোড়া অফিস টাইম আন্তঃনগর ট্রেন চালু করতে হবে। ময়মনসিংহ শহরকে যানজটমুক্ত করতে ময়মনসিংহ শহরে রেলপথ ওভারপাস প্রকল্প গ্রহণ করতে হবে।

নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন কালামের নেতৃত্বে নাগরিক আন্দোলনের প্রতিনিধিদল জেলা প্রশাসকের হাতে দাবিগুলো তুলে দেন।

নূরুল আমিন কালাম কালবেলাকে বলেন, আমাদের যৌক্তির দাবিগুলো সরকার মেনে নেবে আশা করি। হটকারী সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনে নামা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

মা-মেয়েকে গলা কেটে হত্যা

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১০

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

১১

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

১২

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

১৩

কর্ণফুলীর তীরে নতুন আশা

১৪

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

১৫

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

১৬

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৭

আগে টাইফয়েড টিকা গ্রহণকারীরা কি আবার নিতে পারবে?

১৮

বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন সাবেক মেয়র আরিফ

১৯

পরাজয়ে কার্যত শেষ বাংলাদেশের এশিয়ান কাপ আশা

২০
X