সিলেট মহানগর বিএনপি নেতা পংকীসহ আটজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) দুপুরে ভাতালীস্থ নিজ বাসা থেকে মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীকে আটক করা হয়েছে।
পংকীকে আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
এদিকে আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, এখন পর্যন্ত নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৮ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
তিনি আরও বলেন, আটকদের মধ্যে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকীও রয়েছেন। বাকিদের মধ্যে বিএনপি এবং জামায়াতের লোকজনও রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আটক নেতাকর্মীরা হলেন, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আব্বাস, ইমরান আহমদ, আব্দুল্লাহ আল ফাহিম, ইমরান হোসেন, নাদিম আহমদ ও ওয়াহেদুল ইসলাম শহিদ।
মন্তব্য করুন