রাজবাড়ীতে পার্কিং করা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯ অক্টোবর) রাত ১২টার দিকে জেলা শহরের বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা কালবেলাকে বলেন, ট্রাকে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা জড়ো হন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে রাজবাড়ী সদর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভান।
এ ব্যাপারে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম কালবেলাকে বলেন, রাজবাড়ী সদর থানায় সংবাদ আসে জেলা শহরের কলেজ রোডে একটি ট্রাকে আগুন ধরেছে। সঙ্গে সঙ্গে সদর সার্কেল ও অফিসার্স ইনচার্জসহ একটি টিম ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা যায় ট্রাকটি দেড় মাস ধরে অকেজো অবস্থায় সেখানে ফেলে রাখা হয়েছে। কে বা কারা এবং কী কারণে ট্রাকে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন