নাশকতার পরিকল্পনার অভিযোগে ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টবর) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান জানান, অবরোধকে কেন্দ্র করে নাশকতাবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। বিএনপির দেওয়া অবরোধকে কেন্দ্র করে নাশকতা পরিকল্পনা করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে জেলার ছয় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ঝিনাইদহ সদরে ১৪, শৈলকূপায় ৫, হরিণাকুণ্ডুতে ৭, কালিগঞ্জে ৭, কোটচাঁদপুরে ৬ ও মহেশপুর উপজেলায় ৬ জনসহ মোট ৪৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন