খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সম্বন্বয়ে সভাপতি পদে ডা. দিবাকর চাকমা ও সাধারণ সম্পাদক পদে ডা. আসাদুজ্জামান সাগর নির্বাচিত হয়েছেন।
খুমেক হাসপাতালের সাধারণ শিক্ষানবিশ চিকিৎসকরা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৬ সদস্য বিশিষ্ট ইন্টার্নি চিকিৎসক পরিষদ আংশিক কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য (২০২৩-২৪) উক্ত আংশিক কমিটি গঠিত হয়। এই কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এ সময়ে খুলনা মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি শাহিনুর ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. আশিকুন্নবী পিয়াল এ সময় উপস্থিত ছিলেন। কমিটির অন্যান্য সদস্যরা মধ্যে উপদেষ্টামণ্ডলী সদস্য যথাক্রমে ডা. এনামুল হাসান সিদ্দিকী (আকাশ), ডা. মিথুন ঘোষ ও ডা. রেহনুমা মাসুদ, সহ-সভাপতি পদে যথাক্রমে ডা. মো. সামিউল ইসলাম, ডা. রুদাবা আদনিন, ডা. সাদিয়া ইসলাম, ডা. বিপ্লব সাহা অর্ক, ডা. শিশির বর্মণ সেদু, ডা. দিলশাদ জাহান ও ডা. সাদিয়া রহমান রিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে যথাক্রমে ডা. মোহাম্মদ সুফিয়ান (উৎস), ডা. সুচেতা রঞ্জন মিস্ত্রি, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. তানজিদুর রহমান জিনাস, ডা. ফারহানা নাজনীন (মীম), ডা. মারিয়া মেহজাবিন ও ডা. তানজিম জিনাত এবং সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে ডা. মো. হাবিবুর রহমান, ডা. ডা. শাহরিয়ার হাসান, ডা. খালিদ সাইফুল্লাহ, ডা. জয়িতা মন্ডল, ডা. হালিমা তুস সাদিয়া, ডা. সাবরিনা আফরিন রাকা ও ডা. ফারজানা ফাইজা।
ইন্টার্নি চিকিৎসক পরিষদের সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমান খুলনা মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি শাহিনুর ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. আশিকুন্নবী পিয়ালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্তব্য করুন