মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেছেন, বিএনপি-জামায়াত মানুষ মেরে ক্ষমতায় আসতে চায়। বিএনপির জন্মই হয়েছে হত্যাকাণ্ডের মাধ্যমে। আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের সেবা করে। বঙ্গবন্ধু মানুষের সেবা করে দল গঠন করেছেন।
তিনি বলেন, বিএনপি মানুষ হত্যা করে ক্ষমতায় এসে দল গঠন করেছেন। তাদের স্বভাব, চরিত্রই আলাদা। তারাই তো মানুষ হত্যা করবে। আমাদের আদর্শ হত্যা নয়। তবে আমাদের হত্যা করতে এলে কিভাবে দাঁতভাঙা জবাব দিতে হয় তা আমরা জানি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ বাসস্ট্যান্ডে বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী দুই মাস আমরা ঘুমাবো না। মানুষের জান মালের নিরাপত্তা দিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনে তারপর ঘরে ফিরব। উপজেলার বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের ক্যাম্প থাকবে। দিনে-রাতে মানুষের নিরাপত্তার জন্য এই ক্যাম্পে আমাদের নেতাকর্মীরা পাহারা দিবে।
শান্তি ও উন্নয়ন সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. রিয়াজুল ইসলাম, মনিরুজ্জামান হিরো, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়েদুল হক, সিঙ্গাইর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ছালাম খান, জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোরঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক মহিদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন