নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অভিযান চালিয়ে ৪২টি রামদা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাদল মিয়ার ছেলে বাবলু (২৫) ও আজাহারের ছেলে মাসুদ (২১) গুলিবিদ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রূপগঞ্জ থেকে দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মানুষসহ সবার কাছেই আতঙ্কের নাম চনপাড়া। এখানে আধিপত্য ধরে রাখতে প্রতিনিয়ত সংঘর্ষ ও গোলাগুলির ঘটে। এ সময় বেশ কয়েকজন নিহতও হয়েছেন। দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়হান গ্রুপ ও জয়নাল গ্রুপের মাঝে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছুড়তে থাকে। জয়নাল গ্রুপের বাবলু ও মাসুদ নামে দুজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় ভর্তি করা হয়েছে।
আহত বাবলু বলেন, চনপাড়া একটি মাঠের পাশে মাসুদ, সাকিব ও সবুজসহ আড্ডা দিচ্ছিলাম। এ সময় নির্বাচনের জেরে বর্তমান মেম্বার পক্ষের মো. রায়হান, মো. সাব্বির হোসেন, শান্ত, মামুন, কালো ইমনসহ কয়েকজন পেছন থেকে মাসুদের মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এগিয়ে গেলে পিস্তল দিয়ে গুলি করে তারা। এতে মাসুদের কোমরের পেছনে ও আমার ডান পায়ের পাতায় গুলি লাগে।
এর আগে গত কয়েক মাস ধরেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র উত্তপ্ত। প্রতিনিয়ত চলছে জয়নাল গ্রুপ, ইয়াছমিন গ্রুপ, শমসের গ্রুপ, রায়হান গ্রুপ, শাহাবুদ্দিন গ্রুপসহ বেশ কয়েকটি গ্রুপের অস্ত্রের মহড়া। চলছে সংঘর্ষ, বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনাও। গত ১১ এপ্রিল জয়নাল গ্রুপ, শমসের গ্রুপ ও শাহাবুদ্দিন গ্রুপের মাঝে রাতভর সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। পরে গত ৩০ এপ্রিল পুলিশ চনপাড়ায় অভিযান পরিচালনা করে ১৩ জন দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার করে। পরে আবারও গত ১১ মে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জয়নাল গ্রুপ, শমসের গ্রুপ ও শাহাবুদ্দিন গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সৈয়দ নামে একজন গুলিবিদ্ধসহ তিন পক্ষের ২৪ জন আহত হয়। প্রতিনিয়ত এসব সংঘর্ষের কারণে চনপাড়ায় সাধারণ মানুষ আতঙ্কে দিন পার করছে।
চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশীদ বলেন, দুপুর ১টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৪ নম্বর ওয়ার্ডের নবকিশলয় স্কুলের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় মাসুদ ও বাবলু নামে দুজন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েত করা হয়েছে।
মন্তব্য করুন