সাভার প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় বেশিরভাগ কারখানায় ছুটি ঘোষণা

আশুলিয়া এলাকায় ফ্যাশনইট কোম্পানির কারখানা ফটকে টাঙানো বন্ধের নোটিশ। ছবি : কালবেলা
আশুলিয়া এলাকায় ফ্যাশনইট কোম্পানির কারখানা ফটকে টাঙানো বন্ধের নোটিশ। ছবি : কালবেলা

বেতন বৃদ্ধির দাবিতে কয়েকদিন যাবৎ চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে সাভারের আশুলিয়ায় বেশিরভাগ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১ নভেম্বর) সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক সংলগ্ন বেশ কয়েকটি কারখানার প্রধান ফটকে নোটিশ দেখা গেছে।

এমনই একটি কারখানা আয়েশা ক্লোথিং কোম্পানি লিমিডেট। তাদের কারখানার প্রধান ফটকে টাঙানো নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত বুধবার প্রতিষ্ঠানটির সব সেকশন বন্ধ ঘোষণা করা হলো।

ফ্যাশনইট নামের অপর একটি কারখানা ফটকে টাঙানো নোটিশে বলা হয়েছে, ফ্যাশনইট কোম্পানির সব কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে অত্র কারখানার সব বিভাগের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। কারখানা খোলার তারিখ পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।

এদিকে বুধবার সকালে জামগড়া এলাকায় কয়েকটি স্থানে কিছু সময়ের জন্য শ্রমিকরা দাবি আদায়ে সড়কে নেমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। পাশাপাশি কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেলে সকাল ১০টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় সড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও মোটরসাইকেলে করে মহড়া দিতে দেখা গেছে।

গার্মেন্টস শ্রমিক ঐক্যলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন কালবেলাকে বলেন, আন্দোলনের কারণে জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত ২৭টি কারখানার ছুটি ঘোষণা করা হয়েছে। অধিকাংশ কারখানায় ২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কিছু কারখানা শুধু আজকের জন্য ছুটি ঘোষণা করেছে।

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আল কামরান কালবেলাকে বলেন, জামগড়া এলাকায় ১২-১৪টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়ার পরিস্থিতি নিয়ে শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, গত দিনগুলোর চেয়ে আজকের পরিস্থিতি অনেকটাই ভালো। অনেক কারখানা চলছে, কিছু কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোনো সমস্যা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভূমিকম্পে কাঁপল ভারত

বিপিএল নিলামে ১৫৮ ক্রিকেটার, কোন ক্যাটাগরিতে কারা

৫৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ১০০

বাবার পর এবার ছেলেকে কুপিয়ে হত্যা, কী বলছে পুলিশ

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড 

প্লট দুর্নীতি    / শেখ হাসিনা-জয়-পুতুলের রায় পড়া চলছে

সহজ ৫ অভ্যাসে নিয়ন্ত্রণে রাখুন রক্তের সুগারের মাত্রা

নতুন পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল

ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের বৈঠকে ইসি

১০

‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার’

১১

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের আগুন এখনো নেভেনি, গ্রেপ্তার ৩

১২

ফ্র্যাঞ্চাইজিরা টাকা না দিলে যে ব্যবস্থা নেবে বিসিবি

১৩

‘৯’, ‘২৪’, ‘১০০০’: তারকাদের ছবির ওপর এই সংখ্যার রহস্য কী?

১৪

সেনাবাহিনীর অভিযানে নকল সার ও বিষাক্ত রাসায়নিক দ্রব্য জব্দ 

১৫

কথা বলতে পারছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন শারীরিক অবস্থার সর্বশেষ

১৬

তরুণ রক্তে কি মিলবে বয়স কমার সূত্র, নতুন গবেষণা যা বলছে

১৭

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

বিপিএল: তারকা অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে সিলেটের বড় চমক

১৯

‘মালের গাড়ি এসেছে’ বলে ডেকে নিয়ে ধর্ষণ, মিলল চাঞ্চল্যকর তথ্য

২০
X