সাভার প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় বেশিরভাগ কারখানায় ছুটি ঘোষণা

আশুলিয়া এলাকায় ফ্যাশনইট কোম্পানির কারখানা ফটকে টাঙানো বন্ধের নোটিশ। ছবি : কালবেলা
আশুলিয়া এলাকায় ফ্যাশনইট কোম্পানির কারখানা ফটকে টাঙানো বন্ধের নোটিশ। ছবি : কালবেলা

বেতন বৃদ্ধির দাবিতে কয়েকদিন যাবৎ চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে সাভারের আশুলিয়ায় বেশিরভাগ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১ নভেম্বর) সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক সংলগ্ন বেশ কয়েকটি কারখানার প্রধান ফটকে নোটিশ দেখা গেছে।

এমনই একটি কারখানা আয়েশা ক্লোথিং কোম্পানি লিমিডেট। তাদের কারখানার প্রধান ফটকে টাঙানো নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত বুধবার প্রতিষ্ঠানটির সব সেকশন বন্ধ ঘোষণা করা হলো।

ফ্যাশনইট নামের অপর একটি কারখানা ফটকে টাঙানো নোটিশে বলা হয়েছে, ফ্যাশনইট কোম্পানির সব কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে অত্র কারখানার সব বিভাগের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। কারখানা খোলার তারিখ পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।

এদিকে বুধবার সকালে জামগড়া এলাকায় কয়েকটি স্থানে কিছু সময়ের জন্য শ্রমিকরা দাবি আদায়ে সড়কে নেমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। পাশাপাশি কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেলে সকাল ১০টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় সড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও মোটরসাইকেলে করে মহড়া দিতে দেখা গেছে।

গার্মেন্টস শ্রমিক ঐক্যলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন কালবেলাকে বলেন, আন্দোলনের কারণে জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত ২৭টি কারখানার ছুটি ঘোষণা করা হয়েছে। অধিকাংশ কারখানায় ২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কিছু কারখানা শুধু আজকের জন্য ছুটি ঘোষণা করেছে।

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আল কামরান কালবেলাকে বলেন, জামগড়া এলাকায় ১২-১৪টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়ার পরিস্থিতি নিয়ে শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, গত দিনগুলোর চেয়ে আজকের পরিস্থিতি অনেকটাই ভালো। অনেক কারখানা চলছে, কিছু কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোনো সমস্যা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১০

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১১

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

১২

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

১৩

রাতের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৪

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৩৮০০০ টাকা

১৫

চট্টগ্রামে শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্পে মিলন মেলা

১৬

যে কারণে এশিয়া কাপ দলে সোহান-সাইফ, জানালেন প্রধান নির্বাচক

১৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন প্রশাসক

১৮

ভারতে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

১৯

‘নির্বাচনে কাজ করবে সাড়ে ৬ লাখ আনসার-ভিডিপি’

২০
X