বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় বেশিরভাগ কারখানায় ছুটি ঘোষণা

আশুলিয়া এলাকায় ফ্যাশনইট কোম্পানির কারখানা ফটকে টাঙানো বন্ধের নোটিশ। ছবি : কালবেলা
আশুলিয়া এলাকায় ফ্যাশনইট কোম্পানির কারখানা ফটকে টাঙানো বন্ধের নোটিশ। ছবি : কালবেলা

বেতন বৃদ্ধির দাবিতে কয়েকদিন যাবৎ চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে সাভারের আশুলিয়ায় বেশিরভাগ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১ নভেম্বর) সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক সংলগ্ন বেশ কয়েকটি কারখানার প্রধান ফটকে নোটিশ দেখা গেছে।

এমনই একটি কারখানা আয়েশা ক্লোথিং কোম্পানি লিমিডেট। তাদের কারখানার প্রধান ফটকে টাঙানো নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত বুধবার প্রতিষ্ঠানটির সব সেকশন বন্ধ ঘোষণা করা হলো।

ফ্যাশনইট নামের অপর একটি কারখানা ফটকে টাঙানো নোটিশে বলা হয়েছে, ফ্যাশনইট কোম্পানির সব কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে অত্র কারখানার সব বিভাগের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। কারখানা খোলার তারিখ পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।

এদিকে বুধবার সকালে জামগড়া এলাকায় কয়েকটি স্থানে কিছু সময়ের জন্য শ্রমিকরা দাবি আদায়ে সড়কে নেমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। পাশাপাশি কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেলে সকাল ১০টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় সড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও মোটরসাইকেলে করে মহড়া দিতে দেখা গেছে।

গার্মেন্টস শ্রমিক ঐক্যলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন কালবেলাকে বলেন, আন্দোলনের কারণে জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত ২৭টি কারখানার ছুটি ঘোষণা করা হয়েছে। অধিকাংশ কারখানায় ২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কিছু কারখানা শুধু আজকের জন্য ছুটি ঘোষণা করেছে।

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আল কামরান কালবেলাকে বলেন, জামগড়া এলাকায় ১২-১৪টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়ার পরিস্থিতি নিয়ে শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, গত দিনগুলোর চেয়ে আজকের পরিস্থিতি অনেকটাই ভালো। অনেক কারখানা চলছে, কিছু কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোনো সমস্যা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১০

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১১

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

১২

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

১৩

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

১৪

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

১৫

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

১৬

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

১৭

তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

১৮

‘আইনশৃঙ্খলা উন্নয়নে মব নিয়ন্ত্রণ জরুরি’

১৯

আইসিসির ২৪ ঘণ্টার আলটিমেটাম, রাতেই বিসিবি-উপদেষ্টার বৈঠক 

২০
X