নেত্রকোনার কেন্দুয়ায় মধ্যরাতে আগুন দিয়ে বাস পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। বুধবার (১ নভেম্বর) আনুমানিক রাত আড়াইটার দিকে নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেন্দুয়ার নতুন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা হিরণ এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহী বাসে মধ্যরাতে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তাদের ধারণা বিএনপি জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনের রাতে অবরোধকারীরা এ ঘটনা ঘটাতে পারে।
কেন্দুয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক হাফিজুর রহমান বলেন, বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বে থাকা টহলরত পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা।
কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, এএসপি সার্কেল জুনাইদ ফারাবি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরও বলেন, বাসে আগুন দেওয়ার সময় ভিতরে হেলপার ঘুমিয়ে ছিলেন। পরে তিনি জানালা দিয়ে লাফ দিয়ে জীবন রক্ষা করেন। তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন