বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল বের করে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় ৪০টির অধিক চলন্ত গাড়িতে ঢিল ছুড়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের নিউ হোপ থেকে শুরু করে দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড হয়ে বক্তারকান্দি পর্যন্ত ঝটিকা মিছিল বের করা হয়। মিছিল চলাকালে টায়ারে আগুন জ্বালিয় গাড়ি চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে চট্টগ্রাম-ঢাকাগামী লেন ও ঢাকা-চট্টগ্রামগামী লেনে ৩০ মিনিটের মতো যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গজারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাদি ইসলাম বাবু বিক্ষোভ মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতাল-অবরোধ সমর্থনে মিছিল বের হয়। যার নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও গজারিয়া উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাহাদি ইসলাম বাবু। এ সময় মিছিলে অংশ নেন গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নাদিম মাহমুদ অপু ও সভাপতি পার্থী রমজান প্রধানসহ ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, রোববার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে দলটি। বিবৃতিতে বলা হয়, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থপাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা নেতাকর্মীদের হত্যা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এর আগে শনিবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশি হামলায় পণ্ড করে দেওয়ার প্রতিবাদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান করেছিলেন।
মন্তব্য করুন