টানা তিন দিনের অবরোধের শেষ দিনে মৌলভীবাজার-শমসেরনগর আন্তঃমহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা সড়কে পিকেটিং করে বিক্ষোভ মিছিল করে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।
বিক্ষোভে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বখস, অর্থ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া প্রমুখ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, গত কয়েক দিন ধরে জেলাজুড়ে বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন গায়েবি মামলায় গ্রেপ্তার করছে পুলিশ। দেশব্যাপী ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে। তবে এসব করে আমাদের আন্দোলন আর এ সরকারের পতন আটকাতে পারবে না। এই সরকারের পতন নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব।
মন্তব্য করুন