মোজাম্মেল হোসেন, নোয়াখালী
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে লাউ চাষে বাম্পার ফলন

নিজের চাষ করা লাউ ক্ষেতে নোয়াখালীর সুবর্ণচরের কালাম ব্যাপারী। ছবি : কালবেলা
নিজের চাষ করা লাউ ক্ষেতে নোয়াখালীর সুবর্ণচরের কালাম ব্যাপারী। ছবি : কালবেলা

মন্দাভাবের কারণে ব্যবসাকে বিদায় জানিয়ে সবজি চাষকে পেশা হিসেবে বেছে নেন নোয়াখালীর সুবর্ণচরের কালাম ব্যাপারী। মাচায় লাউ চাষ করে এখন সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন সুবর্ণচর উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের এই বাসিন্দা। এক সময়ে ব্যবসায় জড়িত থাকলেও সংসারের ব্যয় মিটাতে না পেরে মৌসুমি সবজি চাষে ঝুঁকে পড়েন তিনি। ফলে গত বছর থেকে চাষ করছেন নানা ধরনের মৌসুমি সবজি।

কখনো সফল আবার কখনো বিফল সব মিলিয়ে ব্যবসার চেয়ে সবজি চাষে ভালো আছেন বলে কালবেলাকে জানিয়েছেন সুবর্ণচরের এই সবজি চাষি। এরই ধারাবাহিকতায় এ বছর চাষ করেছেন এক সময়ের শীতকালীন আর বর্তমানে বারো মাসি সবজি লাউ। মাচার উপরে করা লাউ গাছের সৌন্দর্য যে কাউকে বিমোহিত করবে।

সরেজমিনে দেখা যায়, মাচায় সারি সারি সবুজ পাতা, আর একটু নিচের দিকে তাকালে দেখা মিলছে সারি সারি লাউ।

মাচায় লাউ চাষ বিষয়ে জানতে চাইলে কালাম ব্যাপারী জানান, এই বছর দেড় একর জমিতে মাচায় লাউ চাষ করে আয় করছেন ৩ লাখ টাকারও বেশি। মাত্র লাখ টাকার পুঁজি দিয়ে এত টাকা আয় করবেন কখনো কল্পনা করেননি তিনি।

কালাম ব্যাপারী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বলেছেন এক ইঞ্চি জায়গায়ও যেন খালি না থাকে। তাই নিজের শ্রম ঘাম আর আপ্রাণ চেষ্টার মানসিকতা নিয়ে আমি ব্যবসা বাদ দিয়ে সবজি চাষে ঝুঁকেছি। অল্প অল্প করে সফলতার মুখ দেখতে দেখতে আমি এই বছর লাউ চাষে সফল হয়েছি। আসলে আধুনিক প্রযুক্তিতে লাউ চাষ করে কৃষকদের লাভবান হওয়া সম্ভব। অন্য ফসলে পুঁজি বেশি আর তেমন লাভ ও হয়না। লাউ উৎপাদনে সাধারণত অন্য ফসলের তুলনায় পরিশ্রম কম ও ফলন ভালো হয়। এতে রাসায়নিক ও কীটনাশক সারের ব্যাবহার বেশি না থাকায় ক্ষতিকর কোনো প্রভাব নেই। ঠিকমতো পরিচর্যা করলে আরও লক্ষাধিক টাকার লাউ বিক্রি করা সম্ভব হবে। এ ছাড়াও পতিত জমিতে শিম, করলা, বেগুন সহ নানা ধরনের সবজি চাষ করেছি। এতে করে প্রতিনিয়ত আমার ফসলি জমিতে ৪ থেকে ৫ জন কামলা কাজ করে। এতে করে ওই পরিবারগুলোও ভাল চলছে। তাই সবজি চাষে শুধু মাত্র নিজের লাভ নয় অন্যদেরও পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দে বেঁচে থাকার হাতিয়ার বলে আমি মনে করি।

স্থানীয় এলাকাবাসী জানান, লাউ চাষে এত লাভ আমরা আগে জানতাম না। এই বছর আমাদের এলাকার কালাম ব্যাপারী লাউ চাষ করে ভালোই সফল হয়েছেন। আগামীতে আমরা ও আমাদের পতিত জমিতে লাউ চাষ করবো।

এই ব্যাপারে সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুণ অর রশিদ বলেন, সুবর্ণচরের মাটিগুলো উর্বর থাকায় এখানে যেকোনো ফসল উৎপাদন করা সম্ভব। আমরা কালাম ব্যাপারীকে নানা ধরনের পরামর্শ প্রদান করছি। যার ফলে আমাদের পরামর্শ অনুযায়ী এই বছর লাউ চাষে সফল হয়েছেন। আমরা আগামী বছরে শীত মৌসুমে আরও কয়েক কৃষকে লাউ চাষে উদ্বুদ্ধ করবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ধর্মেন্দ্রের স্মরণসভা

বিপিএলের নিলামে বিশ্ব তারকারা, তালিকায় নাম যাদের

পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে উত্তরপত্র

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

১৩৬ পুলিশ পরিদর্শকের বদলি

জামায়াত নেতা তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

ক্লাসে বসা নিয়ে তর্ক, নবম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে আহত ৫

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করেন? জানুন এতে কী হয়

২৪ ঘণ্টায়ও থামেনি হংকংয়ের আগুন, বেড়েছে নিহতের সংখ্যা

১০

মৃত মা-বাবার জন্য সওয়াব পৌঁছাতে যে ২ আমল করবেন

১১

দুদকের জালে ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ

১২

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত : ইসি সচিব 

১৩

শেখ হাসিনা-জয় ও পুতুলের সঙ্গে অন্য ১৮ আসামির যে সাজা হলো

১৪

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের ৭৪ শতাংশের বেশি রোহিঙ্গা

১৫

শ্যালো মেশিন চুরি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

১৬

পায়রা থেকে ১৯৬০ কিমি দূরে নিম্নচাপ, বাতাসের গতিবেগ ৪০ কিমি

১৭

ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা থাকবে : ইসি সচিব

১৮

গিনি-বিসাউয়ের ক্ষমতা দখল সেনাবাহিনীর, প্রেসিডেন্ট গ্রেপ্তার

১৯

বিপিএলের নিলামে ভারতীয় ক্রিকেটারের নাম

২০
X