ময়মনসিংহের গফরগাঁওয়ে পোলট্রি খামারে শিয়াল তাড়ানোর ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আলিম (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) রাতে উপজেলার পাইথল গ্রামে বাদশা মিয়া পোলট্রি খামারে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে নিহত আব্দুল আলিম ও বাদশা মিয়া এক সঙ্গে পোলট্রি খামারের মুরগি দেখতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আলিম মারা যান। স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিয়ালের উৎপাত থেকে মুরগি রক্ষা করতে খামারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল।’ পাগলা থানার ওসি রাজু আহাম্মদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন