সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকির বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৪ জুন) উপজেলা ছাত্রলীগের সভাপতির ওপর আরোপিত বহিষ্কার আদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে রবিন হাসান রকির (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বেলকুচি উপজেলা শাখা) ওপর আরোপিত বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলে।
উল্লেখ্য, এর আগে গত ১০ এপ্রিল সংগঠনবিরোধী কার্যকলাপসহ নানামুখী অভিযোগ তুলে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগ বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকিকে সাময়িক বহিষ্কারাদেশ প্রদান করেছিল।
মন্তব্য করুন