নরসিংদী শহরে ব্রাহ্মণপাড়ায় এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকায় ব্রাহ্মণপাড়ার একটি বাড়ির ছাদে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত কামরুজ্জামান (৪০) নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন, গত তিন মাস আগে দেশে ফেরেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, নিহত কামরুজ্জামান দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। তিন মাস আগে দেশে ফিরে টিউশনি করতেন। আজ বুধবার সন্ধ্যায় সাটিরপাড়া বাড়ি থেকে বের হয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে কতিপয় দুর্বৃত্ত পৌর এলাকার ব্রাহ্মণপাড়ার গুরুদাস নামক এক ব্যক্তির বাড়ির ছাদে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম জানান, ঘটনার খবর পেয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শনে আছি। তদন্ত শেষে ঘটনার কারন সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
মন্তব্য করুন