মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩৩ হাজার ২শ ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ডলারের বর্তমান বাজারমূল্যে প্রায় ৪১ লাখ টাকা।
শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বুড়িপোতা বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলী ও বুড়িপোতা ক্যাম্প কমান্ডার হাবিলদার মোতালেব হোসেন টহল দল নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ কালবেলা প্রতিনিধিকে জানান, ঘটনার সময় বুড়িপোতা বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৬/৪-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িপোতা মাঠে টহল পরিচালনা করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বুড়িপোতা মাঠে এক ব্যক্তি ধান ক্ষেতে পানি দেওয়া অবস্থায় বিজিবির টহল দলকে দেখে দৌড়ে পালিয়ে যায়। তৎক্ষণাৎ টহল দল পানির পাম্প এলাকায় গিয়ে পুরাতন কাপড় দিয়ে ঢাকা একটি কালো পলিথিন ব্যাগ দেখতে পায়। পলিথিনের ব্যাগটি তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো ৪টি বান্ডিল থেকে ৩৩ হাজার ২০০ ইউএস ডলার উদ্ধার করে। এ বিষয়ে হাবিলদার মোতালেব হোসেন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা করেছেন। উদ্ধারকৃত ইউএস ডলার মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
মন্তব্য করুন