জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনকে গ্রেপ্তার করেছে করেছে র্যাব। তার বিরুদ্ধে ৩টি নাশকতার মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে জয়পুরহাট র্যাব।
জয়পুরহাট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেনকে আজ সোমবার (১৩ নভেম্বর) সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রাম থেকে বেলা আড়াইটার দিকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। বিকেলে তাকে জয়পুরহাট সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ৫-এর কোম্পানি কমান্ডার মেজর শেখ সাদিক হোসেন মুঠোফোনে জানান, গোলজার হোসেনের বিরুদ্ধে ৩টি নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, নাশকতার মামলায় গোলজার হোসেনকে আদালতের মাধ্যমে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন