নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি রেস্তোরাঁয় আগুন ধরে যায়। এতে আশপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতালের পাশে চিশতিয়া বাউল সমিতি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাকির মিয়ার খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
আদমজী ইপিজেড ফায়ার স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।’
মন্তব্য করুন