পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। এতে টেকনাফ-সেন্টমার্টিন, শাহপরীরদ্বীপ, বাহারছড়া উপকূলীয় এলাকায় ঝোড়ো ও দমকা হাওয়া বইতে শুরু করেছে। আকাশ মেঘাচ্ছন্ন আর থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বাতাসের গতিবেগ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত কোথাও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (১৬ নভেম্বর) রাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমান স্বাভাবিক অবস্থা বিরাজ করছে টেকনাফ উপজেলায়। এর আগে বুধবার রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস শুরু হয়। এতে টেকনাফ-সেন্টমার্টিন ও উপকূলীয় মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।
অপরদিকে টেকনাফ-সেন্টমার্টিন, শাহপরীরদ্বীপ, বাহারছড়া উপকূলীয় এলাকায় নৌকা ও ট্রলারগুলো সারিবদ্ধভাবে কূলে উঠিয়ে আনা হয়েছে। পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।
টেকনাফে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, এখন পর্যন্ত ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি রয়েছে। আতঙ্কের কোনো কিছু নেই। সিগন্যাল পরিবর্তন হলে আমরা সেভাবেই প্রস্তুতি নেব। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।
টেকনাফে সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপে সৃষ্ট ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি হওয়ার পর থেকে টেকনাফে আকাশ মেঘাচ্ছন্ন ও হালকা বাতাস শুরু হয়ে গেছে। ইতোমধ্যে টেকনাফে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। কোথাও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনো। তবে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছি।
সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, গতকাল সন্ধ্যার পর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়। দ্বীপে হালকা বাতাস ও দমকা হাওয়া বইয়ে যেতে শুরু করেছে। ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, আমরা আতঙ্কে রয়েছি। এখনো পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে।
টেকনাফ সিপি পি রেডিও অপারেটর আমির বলেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে সতর্কসংকেত বাড়বে। সংকেত বেড়ে পাঁচ, ছয়, সাত পর্যন্ত যেতে পারে। টেকনাফে সকাল থেকে মেঘময় আকাশ আর থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সাগর কিছুটা উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তর কক্সবাজারসহ ৪ সমুদ্রবন্দরকে ৩নং স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে।
মন্তব্য করুন