রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ার আলোচিত অ্যালেন শামীম অবশেষে গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক সম্রাট আজিজুল হক শামীম ওরপে অ্যালেন শামীম। ছবি : কালবেলা
গ্রেপ্তার মাদক সম্রাট আজিজুল হক শামীম ওরপে অ্যালেন শামীম। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আজিজুল হক শামীম ওরপে অ্যালেন শামীমকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ৩টার দিকে রাঙ্গুনিয়া থানা পুলিশ চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকার মৃত ফয়েজ আহমেদের ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, শামীম এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গত মঙ্গলবার র‍্যাব-৭ পারুয়া এলাকায় অস্ত্র এবং মাদক উদ্ধার কালে উক্ত শামীম পালিয়ে যায় এবং ঘটনার পর থেকে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকার চেষ্টা করেন। চট্টগ্রাম শহরে অবস্থান করছে এমন গোপন সংবাদে গোয়েন্দা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় অস্ত্র, মাদক ও মারামারির ঘটনার মোট ছয়টি মামলা রয়েছে।

জানা যায়, (১৪ নভেম্বর দুপুরে অ্যালেন শামীমের আস্তানায় র‌্যাব হানা দিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র, বেশকিছু দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় তার আস্তনা নিয়ন্ত্রণ কাজে ব্যবহৃত সিসিটিভি ক্যামরাসহ বিভিন্ন ডিভাইস। অভিযানকালে অ্যালেন শামীম পালিয়ে যায়। এরপর রাতের আঁধারে স্থানীয় বেশকিছু মানুষের খড়ের গাদা পুড়িয়ে দেয় শামীম। বুধবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘাটচেক এলাকায় এসে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বশির আহমদের সন্তান আবু বক্কর সিদ্দিক দিদারসহ দুজনকে বেধড়ক মেরে রক্তান্ত করেন তিনি। এ ছাড়া ওইদিন রাতেই পারুয়া এলাকার আরও তিনজনকে বেধড়ক মেরে রক্তাক্ত করে। আহতরা আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্রে আরও জানা যায়, গত ৯ সেপ্টেম্বর অ্যালেন শামীমকে মাদক মামলায় এবং মারামারির ঘটনায় রাঙ্গুনিয়া থানা পুলিশ প্রথম গ্রেপ্তার করেছিল। এরপর গ্রেপ্তারের মাত্র কয়েক মাসের মধ্যে জামিনে এসে আরও বেপরোয়া সন্ত্রাসী ও মাদক কারবার শুরু করে। তার বেপরোয়া এসব কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে ওঠে এলাকাবাসী। বছর দেড়েক আগে উপজেলা যুবলীগের এক নেতার উপর প্রকাশ্যে হামলা চালানোর পর থেকে প্রথম আলোচনায় আসে সে। এরপর পোমরা ইউনিয়নের গোচরা বাজারে কাপ্তাই সড়কে ব্যারিকেড দিয়ে দিনদুপুরে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালালে তা চট্টগ্রামব্যাপী আলোচিত হয়। তার নেতৃত্বে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গ্রুপ ঘাটচেক কেন্দ্রীক এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতো। যার হেডকোয়ার্টার হিসেবে তিনি পারুয়া ইউনিয়নের কোকানিয়া পাহাড়ি জনপদকেই বেঁছে নিয়েছে শামীম। আস্তানায় স্থাপিত অত্যাধুনিক সিসিটিভির সাহায্যে নিয়ন্ত্রণ করা হতো আস্তানার মাদক কারবার। র‍্যাবের অভিযানের পর তার এসব চিত্র ওঠে এলে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। র‍্যাবের অভিযানের পরও তার এসব কর্মকাণ্ডে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সে গ্রেপ্তার হলেও তার সহযোগীদের কারণে এলাকার মানুষের আতঙ্ক কাটেনি। তাদেরও গ্রেপ্তার করে এই চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকার নিরীহ জনসাধারণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুমের শিকার পরিবারগুলোর মানববন্ধন / স্বজনদের ফেরত দিন, না পারলে জড়িতদের বিচার করুন

অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা লাগবে : ফায়ার সার্ভিস

গণভোট মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের

গাজার ফুটবল পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবার রেকর্ড

কুমিল্লা বিভাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

চাকসু নির্বাচন / ছাত্রদলের এজিএস প্রার্থীকে সমর্থনে সরে দাঁড়ালেন এক প্রার্থী

মিরপুরে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

বিয়েতে বন্ধু না আসায় কবুল বলেনি বর

চাটুকারিতাকে যেভাবে পররাষ্ট্রনীতিতে রূপ দিলেন শেহবাজ শরিফ

১০

ব্যাংক কর্মকর্তাদের জন্য শরিয়াভিত্তিক হাউস-কার লোন চালুর পরামর্শ আহমাদুল্লাহর

১১

আগামীর নেতৃত্বে মাদ্রাসার শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ধর্ম উপদেষ্টার

১২

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তার-কর্মচারীর বিরুদ্ধে মামলা

১৩

৪৯তম বিশেষ বিসিএসে অংশ নেননি ৪১ শতাংশ পরীক্ষার্থী 

১৪

মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

১৫

কালবেলার সাংবাদিকের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল

১৬

জুলাই আন্দোলনে সামনের কাতারে ছিল তা’মীরুল মিল্লাতের ছাত্ররা : ভিপি সাদিক

১৭

রাকিবের গোলে হংকংয়ের মাঠে বাংলাদেশের ড্র

১৮

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি কর্মীর মৃত্যু

১৯

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

২০
X