জনগণ শান্তিতে দুমুটো ভাত খেতে চায়। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে খুশি। এই সরকার গরিব-দুখী মানুষের জন্য অনেক উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ২টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজারে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী দুপুরে উপজেলা মডেল জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জনগণ নির্বাচন চায়। আন্দোলন চায় না। কাটাকাটি-মারামারি চায় না। ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন চাই। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে চায় জনগণ। ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনুন।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন তপশিল ঘোষণা করেছে। ৭ জানুয়ারি ভোট। সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। এ দেশের মানুষ উন্নয়ন চায়। শেখ হাসিনা গরিব-দুখী মানুষের পাশে থাকতে চান।’
আশার কান্দি ইউনিয়ন আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান প্রমুখ।
মন্তব্য করুন