নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, তারেক জিয়া একটা কাপুরুষ। যে কিনা নিজের অসুস্থ মায়ের খবর রাখেন না, সে আবার দেশের খবর রাখবেন কীভাবে? লন্ডন থেকে বসে শুধু অনেক মানুষের জীবন নষ্ট করছে।
তিনি বলেন, বড় বড় কথা বলে বিএনপি এখন লজ্জায় পড়ে গেছে। মানুষ তাদের থুতু দিচ্ছে। আপনারা দেখছেন তপশিল ঘোষণা হওয়ার পর থেকে সব জায়গায় মানুষের মাঝে একটা আনন্দের বহিঃপ্রকাশ পাচ্ছে। মানুষ চায় শেখ হাসিনার নেতৃত্বে এদেশে আবারও সরকার গঠন হোক। তারই ধারাবাহিকতায় আমিও আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় এরইমধ্যে মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ করছি।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে ফতুল্লার ভুইগড় হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদের সহধর্মিনী শামীম আরা নাজিমের স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, লন্ডনে বসে তারেক রহমান নির্দেশ দিচ্ছে আর আপনারা দেশে আগুন সন্ত্রাস করছেন। মামলা খেয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আছেন। পরিবার থেকে দূরে থাকছেন। আপনাদের মা-বাবাদের বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদের সাবধান করে দেন। তাদেরকে আগুন সন্ত্রাস থেকে বিরত রাখুন। না হলে আমরা কয়েক দিনের মধ্যে আমাদের নেতাকর্মীদের নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে খবর নেব কারা বাসে আগুন দিচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কারও দয়া নিয়ে স্বাধীন হয়নি। এদেশের ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে। দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছে। এরপর যদি কেউ দাবিদার থাকে সেটা হচ্ছে ভারত। ভারত আমাদের সরঞ্জাম দিয়েছে। তাদের হাজার হাজার সৈন্য আমাদের জন্য জীবন দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, ভৌগোলিক সীমারেখার কারণে এ জায়গাকে নিয়ন্ত্রণ করার জন্য একটি শক্তি অভ্যন্তরীণভাবে প্রবেশ করতে চায়। সে সুযোগটাই নিতে চাচ্ছিল এবং বিএনপি-জামায়াত চেয়েছিল বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হোক। সেই ইচ্ছা পূরণ হয়নি, পূরণ হবেও না।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসীম উদ্দিন ও আঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ।
মন্তব্য করুন