বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে পাবনা শহরের বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাবনা শহরের বড় বাজার সংলগ্ন দই বাজার মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় মুজাহিদ ক্লাব এলাকা থেকে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় বড় বাজার এলাকায় পৌঁছলে হরতাল সমর্থনে পিকেটিং করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া ককটেল বিস্ফোরণ ঘটনাও ঘটে।
এ বিষয়ে পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাশকতাকারীদের ধরতে আমাদের অভিযান চলছে।
এদিকে পাবনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, সাবেক সদর উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মুসা ও সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালের নেতৃত্বে পাবনা সদর উপজেলা বিএনপি পাবনা এডওয়ার্ড কলেজের সামনে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল হয়।
এ ছাড়াও পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সের নেতৃত্বে হরতাল সমর্থনে শহরে মিছিল হয়।
এদিকে হরতালে পাবনা থেকে কোনো দূরপাল্লার পরিবহন ছেড়ে যায়নি। প্রায় সব মার্কেট ছিল।
মন্তব্য করুন