বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় মাদক কারবারি গাঁজা রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) মধ্যরাতে উপজেলার সান্তাহার জংশন স্টেশনে অপেক্ষমাণ ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেন থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার এসআই নরেশ রায় বলেন, বুড়িমারী থেকে সান্তাহারে চলাচলকারী করতোয়া এক্সপ্রেস ট্রেন শনিবার (১৮ নভেম্বর) মধ্যরাতে সান্তাহারে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনের ‘ঙ’ নং বগিতে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় ৫টি পলিথিনের ব্যাগ থেকে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। তবে এ সময় কোনো মাদক কারবারিকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে গেছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন