মিশু দে, রাঙামাটি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পর্যটকের খরা রাঙামাটিতে, বাতিল হচ্ছে অগ্রিম বুকিং

রাঙামাটির একটি পর্যটন এলাকা। ছবি : কালবেলা
রাঙামাটির একটি পর্যটন এলাকা। ছবি : কালবেলা

পার্বত্য জেলা রাঙামাটিতে পর্যটকের ভরা মৌসুম নভেম্বর থেকে জানুয়ারি। এই সময়ে মেঘের রাজ্য সাজেকসহ জেলার পর্যটন স্পটগুলো পর্যটকের পদচারণায় মুখর থাকে। কিন্তু বিএনপির অবরোধ-হরতালের কারণে সাজেকের নভেম্বর মাসের অগ্রিম বুকিং বাতিল করছেন পর্যটকরা। পাশাপাশি রাঙামাটি পর্যটন কমপ্লেক্স ও শহরের হোটেল-মোটেলগুলোরও একই অবস্থা।

দেশে শীতের শিশির ভেজা পরশের দেখা মিললেই পার্বত্যাঞ্চলের পর্যটন মৌসুমের দুয়ার খুলে। মেঘের রাজ্য সাজেক থেকে শুরু করে জেলার পর্যটন স্পটগুলো ও রাঙামাটি জেলা শহর পর্যটকের পদচারণায় সকাল থেকে রাত মুখরিত থাকে। সপ্তাহের অন্যান্য দিনগুলো থেকে ছুটির দিনগুলোতে সে পদচারণা কয়েকগুণ বেশি থাকে। সচল হয় পর্যটকনির্ভর প্রতিষ্ঠানগুলো, ঘুরে এই অঞ্চলের অর্থনীতির চাকা। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকের ভরা মৌসুমে এইবার বাধ সেজেছে বিএনপির চলমান অবরোধ-হরতালের মতো কর্মসূচি।

সাজেকে ১২৬টি কটেজ রয়েছে। যার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার পর্যটক থাকতে পারেন। প্রতি বছরের মতো এবার সরকারি ছুটির দিনগুলোতে প্রায় প্রতিটি কটেজ বুকিং হয়ে গিয়েছিল। কিন্তু অবরোধ হরতালের কারণে নভেম্বর মাসের বুকিং পর্যটকরা বাতিল করেছেন বলে জানায় সাজেক কটেজ মালিক সমিতি।

রাঙামাটি শহরের হোটেল-মোটেল সূত্রে জানা যায়, অবরোধ হরতালের কারণে বুকিং বাতিল হচ্ছে। তবে মাঝে মধ্যে দুই-একজন করে পর্যটক আসছেন। এতে হোটেল-মোটেলগুলোর কর্মচারীদের বেতনসহ বিদ্যুৎ বিল দেওয়া কষ্ট হচ্ছে। একই অবস্থা পর্যটকনির্ভর ট্যুরিস্ট বোটগুলোরও।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেব বর্মন বলেন, এখন সাজেক পর্যটনের ভারা মৌসুম। কিন্তু অবরোধ হরতালের কারণে পর্যটকরা ভয়ে আসছেন না। পাশাপাশি এই সময়টাতে প্রতি বছরের মতো এই বছরও সরকারি ছুটির দিনসহ অন্যান্য দিনগুলোতে কমবেশি অগ্রিম বুকিং ছিল কটেজগুলোর। পরে অবরোধ-হরতালের কারণে এখন পর্যন্ত নভেম্বর মাসের অগ্রিম বুকিং বাতিল করেছেন পর্যটকরা।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ‘আমাদের প্রায় সব অগ্রিম বুকিং বাতিল হয়েছে। দুই-একজন পর্যটক আসছেন, তাও খুবই কম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মানুষের বিপদে বেগম খালেদা জিয়া সবসময় পাশে দাঁড়িয়েছেন : মিনু

চাঁদাবাজির মামলায় নওরোজ সম্পাদক দুররানী কারাগারে

নির্বাচনে যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে : মান্না

মুক্তিযোদ্ধা দম্পতির খুনিদের দ্রুত শাস্তির দাবি এটিএম আজহারের

কর্মকর্তা-কর্মচারীদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান চসিক মেয়রের

জব্দ সার অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ

বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে : আমীর খসরু

আবারও দেশসেরা ক্রেডিট রেটিংয়ে ব্র্যাক ব্যাংক

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রংপুরে সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় ঐক্য পরিষদের উদ্বেগ

১০

সন্ত্রাস-চাঁদাবাজ মাদকের সাথে কোনো আপোষ নেই : মির্জা আব্বাস

১১

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ

১২

সিডনিতে বাংলাদেশ ডেমোক্রেসি সামিট / তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

১৩

গ্যাবায় স্মিথ ও জোফরা আর্চারের মধ্যে কী হয়েছিল?

১৪

বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্য আটক

১৫

‘মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

১৬

রাষ্ট্রীয় টিভি চ্যানেল দখল করে সরকার উৎখাতের ঘোষণা

১৭

পাবনা মেরিন একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড সম্পন্ন

১৮

চিরকুটসহ রেখে যাওয়া সেই নবজাতক পেল বাবা-মা

১৯

নির্বাচন-গণভোটের প্রস্তুতি নিয়ে যমুনায় বৈঠক

২০
X