ঢাকার ধামরাইয়ে বিএনপির ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্বের নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) বিকেলে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বিডি থাই ফুডের পশ্চিম পাশে বটতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ধামরাই থানার কাওয়ালিপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রজিৎ মল্লিক জানান, আজ বুধবার বিকেলে আমতা ইউনিয়নের বিডি ফুড কারখানার পাশে কিছু লোক জড়ো হন। তারা সেখানে নাশকতার জন্য জড়ো হয়েছেন বলে গোপন তথ্য পাই। পরে সেখানে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়।
ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্বের নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
মন্তব্য করুন