দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, অ্যাডভোকোট ইমদাদুল হক বিশ্বাস। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর অ্যাডভোকোট ইমদাদুল হক বিশ্বাস বলেন, এরইমধ্যে নির্বাচন কমিশনার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে। রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের সংসদ-সদস্য প্রার্থী হিসেবে এ জনপদের উন্নয়নের জন্য তিনি নির্বাচন করবেন বলে জানান।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী সদর ও গোয়ালন্দের মানুষ ভোট দিয়ে আমাকে যদি নির্বাচিত করেন তাহলে বিপুল ভোটে নির্বাচিত হবো বলে আশা রাখি।
তিনি এ সময় আরও বলেন, আগামী ২৭ শে নভেম্বর রাজবাড়ী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করবেন।
মন্তব্য করুন