ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১১:০৪ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে প্রকাশ্যে পেট্রলবোমা ও গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

ফেনীতে পেট্রলবোমা ছুড়ছে এক যুবক (সর্ব ডানে)। ছবি : ভিডিও থেকে নেওয়া
ফেনীতে পেট্রলবোমা ছুড়ছে এক যুবক (সর্ব ডানে)। ছবি : ভিডিও থেকে নেওয়া

ফেনীতে গত মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে প্রকাশ্যে পেট্রলবোমা ও গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ২ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ১৫-২০ জনের একটি দল তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে দুজন পর পর তাকিয়া রোডে বড় মসজিদের দক্ষিণ পাশের সড়কে পেট্রলবোমা ছোড়েন। বাকিদের হাতে ছিল গাছের টুকরো ও মশাল। এ সময় সাধারণ পথচারীরা ভয়ে ও আতঙ্কে দিকবিদিক ছুটতে থাকেন। পাশের দোকানপাটগুলোও বন্ধ করে ফেলেন।

অপর ১ মিনিট ৫১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সাত থেকে আটজনের একটি দলের মধ্যে দুজনের হাতে শটগান। বাকিদের হাতে হকিস্টিক। একটি দোকানের সামনে জড়ো হয় তারা। এর মধ্যে শটগান হাতে থাকা দুই যুবক পরপর কয়েকটি গুলি ছুড়ে চলে যান। গুলি ছুড়তে থাকা দুই যুবকের একজনের মাথায় হেলমেট ও অন্যজনের গলায় মাফলার প্যাঁচানো ছিল।

এ বিষয়ে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু বলেন, অগ্নিসন্ত্রাসের হোতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাকিয়া রোড হয়ে ট্রাংক রোডের বড় মসজিদের সামনে পর্যন্ত বোমা ছুড়তে ছুড়তে এগিয়ে আসে। মানুষের দোকানপাটে হামলা চালায় এবং একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। বিএনপি আন্দোলনের নামে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। মানুষের জানমালের ক্ষতি করছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না। তিনি উল্টো বলেন, তাদের গণতান্ত্রিক আন্দোলনে মিছিল চলাকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলি ছোড়ে। এ ঘটনায় ১২ জন আহত হন।

জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন বলেন, ‘ওই দিন (মঙ্গলবার) দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হলেও যুবলীগ-ছাত্রলীগ কোনো অস্ত্র ব্যবহার করেনি। আমাদের কাছে কোনো অস্ত্র নেই।’

জানতে চাইলে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, পেট্রলবোমা ছোড়া, গুলি ছোড়া ও গাড়ি ভাঙচুরের ভিডিওগুলো তারা দেখেছেন। গত মঙ্গলবার রাতে ফেনী শহরের বড় মসজিদের পাশে আসলে কী ঘটেছিল, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

বুয়েটের শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য : খোকন

ডাকসু নির্বাচন / আচরণবিধি সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন

১০

দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন, হিসাব মেলাতে পারছে না ইসরায়েল

১১

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

১২

দেশে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

১৩

ভিক্ষুকের বাসায় মিলল ৩ ভরি সোনা ও সাড়ে ৪ লাখ টাকা

১৪

জেলেই মারা গেলেন আসামি, কবরে গিয়ে ক্ষমা চাইল পুলিশ

১৫

এবার ভারতের পানিতে ডুববে পাকিস্তান!

১৬

চীন থেকে দুই জাহাজ কিনছে সরকার

১৭

ধারের টাকা শোধ না করায় এসপির পদাবনতি

১৮

রদ্রিগোর বিস্ফোরক মন্তব্যে রিয়াল মাদ্রিদে ঝড়!

১৯

মার্কিন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল কে এই শরিফুল?

২০
X