ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১১:০৪ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে প্রকাশ্যে পেট্রলবোমা ও গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

ফেনীতে পেট্রলবোমা ছুড়ছে এক যুবক (সর্ব ডানে)। ছবি : ভিডিও থেকে নেওয়া
ফেনীতে পেট্রলবোমা ছুড়ছে এক যুবক (সর্ব ডানে)। ছবি : ভিডিও থেকে নেওয়া

ফেনীতে গত মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে প্রকাশ্যে পেট্রলবোমা ও গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ২ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ১৫-২০ জনের একটি দল তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে দুজন পর পর তাকিয়া রোডে বড় মসজিদের দক্ষিণ পাশের সড়কে পেট্রলবোমা ছোড়েন। বাকিদের হাতে ছিল গাছের টুকরো ও মশাল। এ সময় সাধারণ পথচারীরা ভয়ে ও আতঙ্কে দিকবিদিক ছুটতে থাকেন। পাশের দোকানপাটগুলোও বন্ধ করে ফেলেন।

অপর ১ মিনিট ৫১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সাত থেকে আটজনের একটি দলের মধ্যে দুজনের হাতে শটগান। বাকিদের হাতে হকিস্টিক। একটি দোকানের সামনে জড়ো হয় তারা। এর মধ্যে শটগান হাতে থাকা দুই যুবক পরপর কয়েকটি গুলি ছুড়ে চলে যান। গুলি ছুড়তে থাকা দুই যুবকের একজনের মাথায় হেলমেট ও অন্যজনের গলায় মাফলার প্যাঁচানো ছিল।

এ বিষয়ে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু বলেন, অগ্নিসন্ত্রাসের হোতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাকিয়া রোড হয়ে ট্রাংক রোডের বড় মসজিদের সামনে পর্যন্ত বোমা ছুড়তে ছুড়তে এগিয়ে আসে। মানুষের দোকানপাটে হামলা চালায় এবং একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। বিএনপি আন্দোলনের নামে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। মানুষের জানমালের ক্ষতি করছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না। তিনি উল্টো বলেন, তাদের গণতান্ত্রিক আন্দোলনে মিছিল চলাকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলি ছোড়ে। এ ঘটনায় ১২ জন আহত হন।

জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন বলেন, ‘ওই দিন (মঙ্গলবার) দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হলেও যুবলীগ-ছাত্রলীগ কোনো অস্ত্র ব্যবহার করেনি। আমাদের কাছে কোনো অস্ত্র নেই।’

জানতে চাইলে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, পেট্রলবোমা ছোড়া, গুলি ছোড়া ও গাড়ি ভাঙচুরের ভিডিওগুলো তারা দেখেছেন। গত মঙ্গলবার রাতে ফেনী শহরের বড় মসজিদের পাশে আসলে কী ঘটেছিল, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত মাস পর কারামুক্তি, ৫ মিনিট পর ফের গ্রেপ্তার

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

১০

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

১১

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

১২

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

১৩

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

১৪

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

১৫

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

১৬

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

১৭

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

১৮

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

১৯

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

২০
X