চাঁদপুরের ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ায় স্ত্রী রিতু ও শাশুড়ি পারভীনকে হত্যার ঘটনায় দায়ের মামলায় আসামি আল মামুন মোহনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।
রোববার (২৬ নভেম্বর) দুপুরে এ মামলার রায় দেন আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) শাহেদুল করিম। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার রাষ্ট্রপক্ষের এডিশনাল পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া বলেন, ২০২০ সালের ১৩ মে ফরিদগঞ্জ থানার গৃদকালিন্দিয়ায় সেলিম খানের তৃতীয় তলার বসত বিল্ডিংয়ের নিচতলার সামনে ইফতারের সময় স্ত্রী ও শাশুড়িকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন যুবক মোহন। মামলায় ২৮ জন সাক্ষী সাক্ষ্য দেন। পরে সকল আইনি প্রক্রিয়া শেষে আদালত এই বিচারিক রায় প্রদান করেন।
এ সময় মামলায় রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট দেবাশীষ কর মধু ও অ্যাডভোকেট জসিমউদদীন অপর দিকে আসামি পক্ষের অ্যাডভোকেট সেলিম আকবর ও অ্যাডভোকেট সফিকুল ইসলাম ভুঁইয়া উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন