আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও তিতাস) আসনে নৌকা প্রতীক পেয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেন।
কুমিল্লা-১ আসনের বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া। সেই স্থানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকৌশলী, আইইবির প্রেসিডেন্ট, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুরকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ খবরে দাউদকান্দি উপজেলার আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে ইঞ্জিনিয়ার মো. আব্দুর সবুর নৌকার মাঝি হওয়াতে আজ সন্ধ্যায় দাউদকান্দিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক খন্দকার শাহজাহানের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
মন্তব্য করুন