সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধের সমর্থনে সিলেটে বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ

সিলেটে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল। ছবি : কালবেলা
সিলেটে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল। ছবি : কালবেলা

বিএনপির সপ্তম ধাপের অবরোধ কর্মসূচির প্রথম দিনে সিলেটে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, ছাত্রদল, যুবদল ও জামায়াতের নেতাকর্মীরা।

রোববার (২৬ নভেম্বর) দুপুর দুইটার দিকে নগরীর বারুতখানা থেকে জেল রোড এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

স্থানীয় ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সিলেট নগরীর বারুতখানা এলাকায় ছাত্রদলের কয়েকজন একত্রিত হয়ে বারুতখানা এলাকা থেকে একটি মিছিল নিয়ে জেল পয়েন্ট পর্যন্ত মিছিল করে।

এ সময় মিছিলে থাকা নেতাকর্মীরা বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধ কর্মসূচির সমর্থনে স্লোগান দিচ্ছিল। বিক্ষোভ মিছিলটি জেল রোড পেরিয়ে বারুতখানা-নাইওয়রপুল সড়কের জেল রোড এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। এর আগে বারুতখানা থেকে জেল রোড এলাকার দিকে যাওয়ার পথে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়।

বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় বারুতখানা ও জেল রোড এলাকায় ব্যবসায়ীরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন। এ সময় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকেই ছোটাছুটি করতে থাকেন। এ ছাড়া সড়কে চলাচল করা রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও অন্যান্য যানবাহন জেল রোড সড়কের দিকে না গিয়ে ঘুরিয়ে অন্যদিকে চলে যায়।

মিছিলের নেতৃত্ব দেন, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, জেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম ।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ কালবেলাকে বলেন, মিছিল কিংবা এ ধরনের কোনো সংবাদ পাইনি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

বিএনপির সপ্তম ধাপের অবরোধ কর্মসূচির প্রথম দিন সিলেটে রোববার সকালে যানবাহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট বেড়ে যায়। ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যেই আন্দোলন অব্যাহত রয়েছে। জুলুম–নিপীড়ন সহ্য করেই তারা মাঠে অবস্থান করছেন। এ আন্দোলনে জনগণ পাশে রয়েছে। আন্দোলন সফল করেই তারা ঘরে ফিরবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪-০ গোলে জিতল ঋতুপর্ণারা

ডাকসু নেতার ‘কোটা না সংস্কার’ স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’

বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিল না আয়ারল্যান্ড

জামালপুরের একমাত্র নারী প্রার্থী পূথির মনোনয়ন বৈধ

বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে : শামা ওবায়েদ

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য : উপদেষ্টা ফরিদা

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

১০

ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা, এজিম ও সেমিনার অনুষ্ঠিত

১১

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

১২

একুশ শতাব্দীতে যে কীর্তিতে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পে

১৩

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১৪

খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে যাদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

১৫

ডার্বিতে সিটিকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড! 

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

১৭

দুর্দান্ত শুরুর পরও জিততে পারল না বাংলাদেশ

১৮

থানায় আগুন, পুড়ল সাংবাদিকের মোটরসাইকেল

১৯

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নীতিগত সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের আহ্বান 

২০
X