শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় অপহরণকরী বাবা-ছেলে নওগাঁয় গ্রেপ্তার

গ্রেপ্তার অপহরণকারী চক্রের সদস্য মো. আবু বক্কর ছিদ্দিক ও তার ছেলে মো. নাঈম হাসান। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার অপহরণকারী চক্রের সদস্য মো. আবু বক্কর ছিদ্দিক ও তার ছেলে মো. নাঈম হাসান। ছবি : সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্য বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমাইতারা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন, একই উপজেলার রসপুর কুর্সামারী গ্রামের বারু মণ্ডলের ছেলে মো. আবু বক্কর ছিদ্দিক (৫০) এবং ছিদ্দিকের ছেলে মো. নাঈম হাসান (২৩)। সোমবার (২৭ নভেম্বর) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার খিলগাঁও এলাকার সুমন মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (১৬) গত ১০ নভেম্বর দুপুরের দিকে গোড়ানের বাসা হতে বের হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির একপর্যায়ে এলাকার লোক মারফত জানতে পারে ওই দিন দুপুর অনুমান তিন টার দিকে খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার সামনে পৌঁছামাত্র পূর্ব হইতে ওৎ পেতে থাকা এজাহারনামীয় আসামি মো. নাঈম হাসানসহ অন্যান্য বিবাদীরা ভিকটিম স্মৃতি আক্তারকে ফুসলিয়ে একটি পরিবহনযোগে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।

পরে গত রোববার ২৬ নভেম্বর নভেম্বর খিলগাঁও থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায় ভিকটিম ও অপহরণকারীরা নওগাঁর ধামইরহাট এলাকায় অবস্থান করছে। এমন খবরে খিলগাঁও থানা থেকে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের নিকট সহায়তা চাওয়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল এদিন দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধামইরহাট থানার আমাইতারা বাজার এলাকা থেকে মো. নাঈম হাসান ও তার বাবা মো. আবু বক্কর ছিদ্দিককে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার অপহরণকারীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা জেলার খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

১০

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

১১

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

১২

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

১৩

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

১৪

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

১৫

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

১৬

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

১৭

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতিকে খুঁজছে পুলিশ

১৮

বিগত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল : তারেক রহমান

১৯

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ

২০
X