ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার একটি দল। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এর ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে হবে। সবার কাছে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
সোমবার (২৭ নভেম্বর) রাতে ফেনী শহরের ট্রাংক রোডস্থ জয়কালী মন্দিরে দুই দিনব্যাপী রাস মহোৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। পরে মন্দিরে সাততলা বিশিষ্ট নবনির্মিত নীলকণ্ঠ ভবন উদ্বোধন করেন নিজাম হাজারী এমপি।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত।
জয়কালী মন্দিরের যুগ্ম সম্পাদক সমরজিৎ দাস টুটুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক তপন দাস।
দুই দিনব্যাপী রাস মহোৎসবে সকাল থেকে নামসংকীর্তন, সত্যনারায়ণ পূজা, মহানামযজ্ঞের অধিবাসসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে অর্ধলাখ সনাতনী সম্প্রদায়ের সমাগম হয়। তাদের খাবারের আয়োজন করেন আয়োজকরা।
মন্তব্য করুন